• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
জবির বিতর্কিত প্রকৌশলীকে দায়িত্ব থেকে অব্যাহতি

অভিযুক্ত সুকুমার চন্দ্র সাহাকে

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

জবির বিতর্কিত প্রকৌশলীকে দায়িত্ব থেকে অব্যাহতি

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রধান প্রকৌশলীর (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে সুকুমার চন্দ্র সাহাকে অব্যাহতি দিয়েছেন বিশ^বিদ্যালয় প্রশাসন। বর্তমানে তিনি একই দপ্তরে মূল পদবী উপ-প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করবেন।

গতকাল মঙ্গরবার ১৮ই নভেম্বর বিকাল থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার প্রধান প্রকৌশলীর পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন বলে জানা গেছে । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দায়িত্ব প্রাপ্ত সুকুমার চন্দ্র সাহার বিরুদ্ধে অভিযোগ ও অনিয়মের শেষ নেই। ঠিক সময়ে কখনো অফিসে আসতেন না এই বির্তর্কিত কর্মকর্তা। অফিসে আসলেও অফিসে থাকতেন না। বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াতেন। যতক্ষণ দপ্তরে থাকতেন তার পছন্দের লোকজন নিয়ে আড্ডা দিতেন। সুযোগ পেলে উপাচার্যের রুমে গিয়ে বসে থাকতেন। সুযোগ-সুবিধা ভোগ করার জন্য ওনার কাছে তোষামোদ করতেন। আবার পিছনে উপাচার্যের সমালোচনাও করতেন বলে জানা গেছে। তার প্রকৌশলী দপ্তরে কর্মচারীদের উপর নির্যাতন ও প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ উঠেছে বেশ কয়েকবার। বিশ্ববিদ্যালয়ের ডায়েরীতে তার আসল পদবী লুকিয়ে বর্তমান ভারপ্রাপ্ত পদবি ব্যবহার করেছেন। যা নিয়ম বর্হিভূত। এছাড়া তিনি নিজের বাসার বাজার ও প্রয়োজনীয় সব কাজ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রাপ্ত কর্মচারী দিয়ে করাতেন। কোন কর্মচারী তার এসব অনিয়মের কথা অমান্য করলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করতেন। তাছাড়া নিজের পরিচিত লোক দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের টেন্ডার ও বিভিন্ন মালামাল ক্রয়ের কাজ ভাগিয়ে নিতেন বিনিময়ে কাজের পার্সেন্টেজ নিতেন তিনি। বিভিন্ন সময় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে ভয় ভীতি দেখাতেন নিউজ না করার জন্য। সম্প্রতি জবি ছাত্রলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম তার অনিয়মের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। এসব অনিয়ম করে তিনি অনেক টাকার মালিকও হয়ে গেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি শান্তি নগরে বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করে বসবাস করেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থের কথা বিবেচনা করা সুকুমার চন্দ্র সাহাকে চলতি দায়িত্ব (ভারপ্রাপ্ত) প্রধান প্রকৌশলী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কি কারণে অব্যাহতি দেয়া হয়েছে এসব বিষয়ে তিনি কিছু বলতে চাননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads