• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শেষ

পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শেষ

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বৃহস্পতিবার ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো ভর্তি পরীক্ষা

আজ ‍বৃহস্পতিবার ই-ইউনিটে ৪টি বিভাগঃ সংগীত বিভাগ, চারুকলা বিভাগ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত। ‘ই’ ইউনিটে ১৪৫টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে ১,৭৭৯টি। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ই- ইউনিটে ১৩৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

মিডিয়া ও প্রচার উপ-কমিটির সদস্য-সচিব ও উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান এ প্রতিবেধককে জানান

শেষ দিন পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভিজিলেন্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। ভর্তি পরীক্ষা সুন্দর, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন তাদেরকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে উপাচার্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. সুব্রত কুমার দে,মিডিয়া ও প্রচার উপ কমিটির সভাপতি প্রফেসর ড. রশিদুন নবী,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা।

৫টি ইউনিটের ২৩টি বিভাগে মোট আসন সংখ্যা ১,০৬০। উল্লিখিত আসনের বিপরীতে এ ইউনিটেÑ ৭,০০১; বি ইউনিটে- ৮,৯০৭; গ ইউনিটে- ৫,২০৩; ডি ইউনিটে- ১২,০৪০ এবং ই ইউনিটে- ১,৭৭৯টি আবেদনসহ সর্বমোট ৩৪,৯৩০টি আবেদন জমা হয়।

সকল ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd এ প্রদান করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads