• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
জাবি খুলছে বৃহস্পতিবার, ক্লাস-পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর 

ফাইল ছবি

সংগৃহীত ছবি

শিক্ষা

জাবি খুলছে বৃহস্পতিবার, ক্লাস-পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর 

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ ডিসেম্বর ২০১৯

অবশেষে টানা ১ মাস বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে। আর আগামী ৮ ডিসেম্বর থেকে নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হবে।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স  ম ফিরোজ উল হাসান জানান, সিন্ডিকেটে কাল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ৮ ডিসেম্বর থেকে সকল বিভাগের নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু করা হবে।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বৈঠকে ১১ জন সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর পরিপ্রেক্ষিতে ওইদিন সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশন দেয়া প্রশাসন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads