• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

শিক্ষা

নিজ জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠে উপেক্ষিত বীরশ্রেষ্ঠ রহুল আমিন

  • নোবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ডিসেম্বর ২০১৯

নোয়াখালীর গর্বিত সন্তান বীরশ্রেষ্ঠ রহুল আমিন। মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত অমর ইতিহাসের জন্য জাতির এই শ্রেষ্ঠ সন্তানের জেলার নাম আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে বৃহত্তর নোয়াখালীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্মৃতি রক্ষার্থে তৈরি হয়নি তার নামে কোন স্মৃতিস্তম্ভ, ভাস্কর্য, স্থাপনা বা অবকাঠামো।

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ছিলেন অদম্য এক সাহসী যোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।

১৯৩৫ সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাঘপাঁচড়া গ্রামে জন্মগ্রহণ করেন রুহুল আমিন। তার পিতা আজহার পাটোয়ারী এবং মায়ের নাম জোলেখা খাতুন। তিনি ছিলেন বাবা মায়ের প্রথম সন্তান। তারা ছিলেন ছয় ভাইবোন। বাঘচাপড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আমিষাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন তিনি। এখান থেকে এসএসসি পাশ করে ১৯৫৩ সালে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে পাকিস্তান নৌবাহিনীতে যোগদান করেন।

মুক্তিযুদ্ধের সময় রুহুল আমিনের কর্মস্থল ছিল চট্টগ্রাম। দেশের টানে, দেশকে শত্রুমুক্ত করতে নৌঘাঁটি থেকে বেরিয়ে পড়েন তিনি ৷ যোগদান করেন মুক্তিযুদ্ধে। অংশ নেন জল ও স্থলযুদ্ধের বিভিন্ন অভিযানে৷ পরবর্তীতে বিভিন্ন সেক্টর ও সাব-সেক্টর থেকে নৌবাহিনীর সদস্যদের একত্রিত করে গঠন করা হয় বাংলাদেশ নৌবাহিনী। যুদ্ধকালীন নৌবাহিনীর গানবোট ‘পলাশথর প্রধান ইঞ্জিনরুমে আর্টিফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রুহুল আমিন। এসময় ১৯৭১ সালের ১০ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর গানবোট ‘পলাশথ বাঁচানোর চেষ্টায় শহীদ হন তিনি।

কিন্তু নোয়াখালীর এ বীর সন্তানের প্রতি স্বাধীনতার চার যুগ পরে যথাযথ সম্মান দেখাতে পারেনি তার নিজ জেলা! তার স্মৃতি রক্ষার্থে বেগমগঞ্জ চৌরাস্তায় স্মৃতিস্তম্ভ, সোনাইমুড়ীর জন্মস্থানে পাঠাগার, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক শাখার নামকরণ ছাড়া জেলায় আর তেমন কোন স্থাপনা নির্মাণ করা হয়নি। নোয়াখালীতে তার নামে জেলায় একক কোন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম বা বড় কোন ভবন প্রতিষ্ঠিত হয়নি।

জাতির শ্রেষ্ঠ সন্তানের নিজ জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দেড়যুগ পার করতে যাওয়া এ বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হয়। অথচ অনেক শিক্ষার্থীই জানেন না নোয়াখালীতে একজন বীরশ্রেষ্ঠ আছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় পাঁচটি আবাসিক হল, অডিটোরিয়াম, কেন্দ্রীয় লাইব্রেরি, একটি নির্মাণাধীন একাডেমি ভবনসহ তিনটি একাডেমি ভবন থাকলেও কোনোটির নামকরণেই ঠাঁই পায়নি এই বীরশ্রেষ্ঠের নাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থী ও নানা অঙ্গ সংগঠনের দীর্ঘদিনের দাবি, জাতির এই শ্রেষ্ঠ সন্তানের নামানুসারে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, স্মৃতিস্তম্ভ কিংবা ভাস্কর্য করার জন্য অতিদ্রুত যেন উদ্যোগ গ্রহণ করা হয়।

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারের সাথে কথা হলে তার দৌহিত্র সোহেল চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়টির নাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এর নামে হবার কথা ছিল। কিন্তু তখনকার রাজনৈতিক ফ্যাসাদে তা আর হয়নি। এ নিয়ে আমাদের কোনও আফসোস নেই। আজ হোক আর পঞ্চাশ বছর পর হোক, জাতি ঠিকই এই নামগুলো খুঁজে নেবে। তাদের নিজেদের পরিচয়ের জন্য, নিজের ইতিহাসের জন্য।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম রহমান জিসান বলেন, বিশ্ববিদ্যালয়ে 'বাংলাদেশ ও স্বাধীনতা যুদ্ধ শিক্ষা' নামে বিষয়ে পাঠদান করে মুক্তিযুদ্ধের ইতিহাস লালন এবং মুক্তিযুদ্ধাদের প্রতি সম্মানপ্রদর্শন করার চেষ্টা করা হলেও বীরশ্রেষ্ঠ রুহুল আমীনকে কোনোভাবে স্বরণীয় করে রাখতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের কোনো কিছুতে ঠাঁই মেলেনি তার । তাই একজন শিক্ষার্থী এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী হিসেবে প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন তার নামে একটি স্থাপনার নামকরণ করে আমাদের কাছে বীরশ্রেষ্ঠ রুহুল আমীনকে সবসময়ের জন্য স্বরণীয় করে রাখেন।

বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র ও শিক্ষক হিসেবে এ কিউ এম সালাউদ্দিন পাঠান বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিনকে আরো জানার জন্য তার নামে একটি বিশেষ স্থাপনা বা গবেষণাগার এখানে প্রতিষ্ঠা করা উচিৎ। বীরদের স্মৃতি নিয়ে চর্চা তরুণদের এই দেশের জন্য সর্বোচ্চ ত্যাগে আগ্রহী করবে।

এ বিষয়ে সদ্য নিযুক্ত (পাঁচ মাস) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে এখন পর্যন্ত কেন উনার নামে কিছু করা হলো না, সেটা আমাদের একধরনের ব্যর্থতা। যাইহোক আমার আগের কেউ, হয়তো যেকোন কারণেই করতে পারেনি। এখন যখন এটা আমার দিকে আসছে, আমি এটা নিয়ে কাজ করবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads