• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
রাবির শাহ মখদুম হলের অডিটোরিয়াম উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

রাবির শাহ মখদুম হলের অডিটোরিয়াম উদ্বোধন

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জানুয়ারি ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহমখদুম হলের সংস্কারকৃত শহীদ ফারুক হোসেন মিলনায়তন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য এম আব্দুস সোবহান এর উদ্বোধন করেন।

রাবি উপাচার্য হলের সার্বিক সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শন করে বলেন, শিক্ষার্থীরা তাদের পড়াশোনাসহ কো-কারিকুলাম কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যেতে পারবে। আর হলের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের উপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে সম্পাদন করবেন। তিনি হলের উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থে সকল সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অডিটোরিয়াম উদ্বোধনকালে উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, হল প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।

হলের বর্তমান প্রাধ্যক্ষ ড. আরিফুর রহমান দায়িত্ব গ্রহণের পর হলের ব্যাপক সংস্কার করে চলেছেন। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য হলের পাঠকক্ষ নির্মাণ, পত্রিকা কক্ষ, ৩০ বছর যাবৎ বন্ধ থাকা হল গ্রন্থাগার এবং প্রথমবারের মতো স্মরণিকা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads