• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জবিতে র‍্যাগিংয়ে জড়িত থাকলে স্থায়ী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

শিক্ষা

জবিতে র‍্যাগিংয়ে জড়িত থাকলে স্থায়ী বহিষ্কার

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জানুয়ারি ২০২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের র‌্যাগিং এর নামে উত্যক্ত করলে জড়িতদের স্থায়ী বহিষ্কারের আদেশ জারি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের কোনো অভিযোগ নেই। কিন্তু নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের (১৫ তম ব্যাচ, ২০১৯-২০ শিক্ষাবর্ষ) মাঝে র‌্যাগিং নামক অত্যাচারের ভয় থাকে। যদি কারো বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ পাওয়া যায়, তাহলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্হায়ীভাবে বহিষ্কার করা হবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অর্থনীতি বিভাগের ১৫ ব্যাচের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, "ক্যাম্পাস জীবনের প্রথম দিনই (১ জানুয়ারি) র‌্যাগিং এর শিকার হই। সিনিয়ররা অনেক নোংরা কথা বলে উত্যক্ত করে। আমার ফ্রেন্ডদের এখনো আটকিয়ে র‌্যাগ দিচ্ছে। আমার ভয় হয়, তাই আজ সকাল সকাল বাসায় চলে যাচ্ছি।"

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads