• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় আশ্রায়ন কেন্দ্রের শিশুদের জন্য স্কুল উদ্বোধন

কুমিল্লা ম্যাপ

শিক্ষা

কুমিল্লায় আশ্রায়ন কেন্দ্রের শিশুদের জন্য স্কুল উদ্বোধন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০২০

কুমিল্লার লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা হয়েছে আশ্রায়ন কেন্দ্রের শিশুদের জন্য প্রাক প্রাথমিক বিদ্যালয় পৈশাগী ডিডিএম বিদ্যানিকেতন। এর ফলে দীর্ঘ এক যুগ পর শিক্ষার আলো পেতে যাচ্ছে অসহায় ও পিছিয়ে থাকা লাকসামের গুচ্ছ গ্রাম ও আশ্রয়ান কেন্দ্রের শিশুরা।

আজ রোববার উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের গুচ্ছ গ্রাম ও আশ্রয়ান কেন্দ্র মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম।

উপজেলা প্রকল্প কর্মকর্তা ও স্কুলের উক্ত্যোতা দেবেশ চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এনায়েত উল্ল্যাহ, লাকসাম পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আলী আহম্মদ। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন ও শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে স্কুলের শুভ উদ্বোধন করেন।

গুচ্ছ গ্রামের বাসিন্দা আবু হানিফ জানান, ২০০৮ সালে স্থাপিত এ গুচ্ছ গ্রামে কোন বিদ্যালয় না থাকায় আমাদের সন্তানেরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। এ বিদ্যালয় স্থাপনের ফলে এখন থেকে আমাদের সন্তানেরা সু শিক্ষায় শিক্ষিত হতে পারবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads