• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কালথেকে ইবির প্রথম বর্ষের ক্লাস শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়

সংগৃহীত ছবি

শিক্ষা

কালথেকে ইবির প্রথম বর্ষের ক্লাস শুরু

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল (রোববার)। এদিন বিশ্ববিদ্যালয়ের আট অনুষদের অধীনে ৩৪টি বিভাগের একযোগে ক্লাস শুরু হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ।

এদিকে কয়েকটি বিভাগে আসন শূন্য থাকায় অপেক্ষমান তালিকার ভর্তি প্রক্রিয়া চলবে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত। শনিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভর্তির শেষ সময় থাকলেও ‘বি’ ইউনিট, ‘ডি’ ইউনিট এবং প্রতিবন্ধী কোটার জন্য ভর্তির সময় বাড়ানো হয়েছে। ‘বি’ ইউনিট ও প্রতিবন্ধী কোটার ভর্তিচ্ছুরা আগামী ২৮ জানুয়ারি এবং ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুরা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির সুযোগ পাবে।

উল্লেখ্য, আগামী ৩ ফেব্রুয়ারি নবাগতদের বরণ করতে কেন্দ্রীয় অরিয়েন্টেশন (নবীনবরণ) অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads