• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
জাবিতে শিক্ষক সমিতির নির্বাচন সোমবার , হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

ছবি : সংগৃহীত

শিক্ষা

জাবিতে শিক্ষক সমিতির নির্বাচন সোমবার , হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল সোমবার। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নির্বাচনী আমেজ বিরাজ করছে। উপাচার্যপন্থী ও বিরোধী প্যানেল নির্বাচনে বাজিমাত করতে পারেন এমন সম্ভাবনা দেখা দিয়েছে। উভয় প্যানেলের প্রার্থীরা জয়লাভের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন প্রার্থী ও ভোটাররা। 

সোমবার সকাল ৯ থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে চলবে দুপুর ১.৩০ পর্যন্ত। এ নির্বাচনে দুই প্যানেলে মোট ৩০ জন শিক্ষক প্রতিদ্বন্দিতা করছেন। আর ভোটাধিকার প্রয়োগ করবেন ৫৯৫ জন শিক্ষক। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নির্বাচনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম পন্থী শিক্ষক হিসেবে পরিচিত ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ঘোষিত প্যানেল থেকে সভাপতি পদে লড়াই করছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক এ এ মামুন, সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর, সহ-সভাপতি পদে অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক রিসালা তাসিন খান এবং কোষাধ্যক্ষ পদে লড়াই করবেন ইনস্টিটউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক মোতাহার হোসেন।

এছাড়া একই প্যানেল থেকে সদস্য পদে লড়াই করবেন- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক কৌশিক সাহা, ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হুসাইন মো. সায়েম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক বারতা চক্রবর্তী, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন।

অন্যদিকে অপর প্যানেল থেকে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ ব্যানারে একজোট হয়ে লড়ছেন ‘আওয়ামী লীগের একাংশ, বিএনপি ও বামপন্থী’ শিক্ষকরা।

এ প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা, সহ-সভাপতি পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে লড়াই করবেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস।

এছাড়া ১০টি সদস্য পদে লড়াই করবেন- ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মালিহা নার্গিস আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবির হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে সায়কা, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহম্মদ আব্দুর রাজ্জাক, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সায়েমা খাতুন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads