• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বশেমুরবিপ্রবিতে ৫ম দিনের মতো চলছে আন্দোলন

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

বিভাগ অনুমোদনের দাবি

বশেমুরবিপ্রবিতে ৫ম দিনের মতো চলছে আন্দোলন

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২০

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে টানা আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাতে একাত্মতা পোষন করেছে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা ৷

টানা এ আন্দোলনের আজ ৫ম দিন ৷ শিক্ষার্থীদের দাবি বিভাগ অনুমোদন না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ৷

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান জানান, আমরা ইতিহাস বিভাগের দাবির বিষয়ে আন্তরিক। কিন্তু একাডেমিক কাউন্সিলের সভা ছাড়া পরবর্তী পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়। আর একাডেমিক কাউন্সিল আহবান আমার ক্ষমতার বাইরে।

উল্লেখ্য, ইউজিসির অনুমোদন ছাড়াই চলছিলো গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ। ২ ফেব্রুয়ারী থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা৷ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আশ্বাস দেয়া হয় এ ব্যাপারে ৬ ফেব্রুয়ারী এক সভা হবে ইউজিসির সাথে ৷

তারই পরিপ্রেক্ষিতে ৬ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার ইউজিসির সাথে এ ব্যাপারে সভা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৷ ইউজিসির পক্ষ থেকে শুধুমাত্র তিন ব্যাচের অনুমতি দেয়া হয় এবং আগামী শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশনা প্রদান করা হয়।

কিন্তু এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৬ ফেব্রুয়ারী রাত ৯টা থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে ভবনের নিচে আন্দোলন শুরু করেন বিভাগটির শিক্ষার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads