• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
খালেদার মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

খালেদার মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০২০

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে ‘জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা কর্মচারী ফোরাম’ এর ব্যানারে এ মানববন্ধন হয়।

এতে জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা কর্মচারী ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহছান টিটু বলেন, ‘বিরোধীদলকে দমন নিপীড়ন করে দমিয়ে রাখার জন্য,বর্তমান ক্ষমতাসীনরা নিজেদের প্রয়োজনে আইন বানান। খালেদা জিয়াকে ঠিক একই কারণে অবৈধভাবে কারাগারে আটক করে রেখেছে। দেশের মানুষ ভোটাধিকার ও গণতন্ত্রে আস্থা হারিয়ে ফেলেছে। দেশের আইন ব্যবস্থার কাছে আমাদের দাবি খালেদা জিয়াকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। আর তা না হলে আমরা কঠোর আন্দোলনের দিকে ধাবিত হব।’

ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শাসনকালে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রূপ দিয়েছিলেন। বর্তমান আওয়ামী লীগ সরকার সেই প্রতিষ্ঠিত গণতন্ত্রকে হত্যায় মেতে উঠেছে। দেশে এখন বিচারহীনতার সংস্কৃতি চলছে, তারই অংশ হিসেবে বেগম খালেদা জিয়া আজ কারাগারে আবদ্ধ।’

পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে না। আপনারা এই দুঃশাসন বন্ধ করুন, আর না হলে জনগণই এর উচিৎ জবাব দিবে। আর অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে গণতন্ত্রকে রক্ষার পথ সুগম করুন।’

তিনি আরও বলেন, ‘সিটি নির্বাচনে দেখছি গণতন্ত্রকে হত্যায় তারা কিভাবে মেতে উঠেছে। প্রত্যেকের জানা উচিৎ ক্ষমতার একটি শেষ বিন্দু থাকে, আপনারা সেই ক্ষমতার অপব্যবহার করছেন। আমরা এই মানববন্ধন থেকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads