• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ে জড়িত ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

কবি নজরুল বিশ্ববিদ্যালয়

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ে জড়িত ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০২০

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ে জড়িত ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার। বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের দুই শিক্ষার্থীকে র‌্যাগিং করায় এক ছাত্রকে ৩ বছর ও দুই ছাত্রকে ২ বছর এবং দুই ছাত্রীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৬৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আরেক ছাত্রীকে একই অপরাধে শোকজ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ মো. হুমায়ুন  কবীর জানান, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ইমরানকে র‌্যাগিং করার অভিযোগে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন ২য় বর্ষের ছাত্র জাকির হোসেনকে তিন বছর, একই বিভাগের ২য় বর্ষের ছাত্র তানভীরুল ইসলাম ও ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র মেহেদী হাসানকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ১ম বর্ষের ছাত্রী ফারহানা আম্বেরীন লিওনাকে র‌্যাগিং করার অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী তোয়াবা নুসরাত মীম ও শায়রা তাসনিম আনিকাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া চারুকলা বিভাগের ২য় বর্ষের ছাত্রী মৌমিতা পারভীনকে অভিভাবকসহ মুচলেকা দেয়ার শর্তে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads