• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কোচিং করানোর অপরাধে শিক্ষকের ৭ দিনের কারাদণ্ড

নওগাঁ ম্যাপ

শিক্ষা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কোচিং করানোর অপরাধে শিক্ষকের ৭ দিনের কারাদণ্ড

  • মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি ২০২০

নওগাঁর মহাদেবপুরে গতকাল মঙ্গলবার বিকেলে সরকারি আদেশ অমান্য করে কোচিং করানোর অপরাধে মোঃ ইউনুস আলী নামে এক শিক্ষকের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, মহাদেবপুর থানার এস আই এরশাদ মিঞা ও জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীওফোর্স উপজেলার মাতৃ মঙ্গলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিকেল ৫টার পর ক্লাস রুমে ২০ জন ছাত্র-ছাত্রীকে কোচিং করানো অবস্থায় শিক্ষক মোঃ ইউনুস আলীকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান, ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোচিং বন্ধের সরকারি আদেশ অমান্য করে স্কুল ছুটির পর ছাত্র-ছাত্রীকে কোচিং করানোর অপরাধে উপজেলার জয়পুর গ্রামের মৃত আসমত আলীর পুত্র কোচিং শিক্ষক মোঃ ইউনুস আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads