• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ২৯

পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ২৯

ছবি : ইন্টারনেট

ইউরোপ

পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ২৯

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৯

পর্তুগালে জার্মান পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৯ জন মারা গেছেন। এদের মধ্যে ১৭ জনই নারী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন।

স্থানীয় সময় বুধবার পর্তুগীজ দ্বীপ মাদেইরার কানিকো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির

দেশটির জাতীয় বার্তা সংস্থা লুসা জানিয়েছে, একটি জংশনে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা খাদে পড়ে উল্টে যায়।

স্থানীয় মেয়র ফিলিপ সৌসা জানান, বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন। যাত্রীদের বেশিরভাগই জার্মান পর্যটক। তবে হতাহতদের মধ্যে স্থানীয়রাও থাকতে পারেন। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১৭ জন নারী। পরে আরও এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সৌসা ঘটনাস্থল পরিদর্শনে দ্বীপটিতে যাচ্ছেন।

এ দুর্ঘটনায় প্রধানমন্ত্রী অ্যান্থনিও কোস্তা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলকে শোকবার্তা পাঠিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads