• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৭৯৩ জনের মৃত্যু, পূর্বের সব রেকর্ড ভঙ্গ

সংগৃহীত ছবি

ইউরোপ

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৭৯৩ জনের মৃত্যু, পূর্বের সব রেকর্ড ভঙ্গ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২২ মার্চ ২০২০

ইতালিতে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। যা আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো ৪ হাজার ৮২৫ জনের।

গতকাল শনিবার (২১ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এদিন দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৫৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৫৭৮।

এ অবস্থায় রাজধানী রোম নিরব নিস্তব্ধ হয়ে পড়েছে। রেড জোন ঘোষণার পর ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সব মানুষ ভয়ংকর আতঙ্কে শঙ্কিত হয়ে পড়েছেন। দেশটির আক্রান্ত অঞ্চল সমূহে সেনা মোতায়েনের কথা আবারও বলেছেন স্থানীয় কর্তৃপক্ষ।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ২০১৯ সালের শেষ দিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের ১৮৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ রোগে মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৭৩ জনের। এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখের কাছাকাছি মানুষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads