• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
করোনা সঙ্কটে ইতালির পাশে ফ্রান্স

ছবি : সংগৃহীত

ইউরোপ

করোনা সঙ্কটে ইতালির পাশে ফ্রান্স

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২০

চলমান মহামারী করোনা ভাইরাসের বিস্তারে ইতালি জুড়ে বেড়েই চলছে মৃত্যুর মিছিল। এমন সময় দেশটিকে সহায়তা করতে ফ্রান্স প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। খবর রয়টার্সের।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইতালিকে সাহায্যে ফ্রান্স প্রস্তুত আছে। ফ্রান্স ইতালির পাশে আছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে ইতালির বিপর্যস্ত অবস্থায় ইউরোপ স্বার্থপরের মতো আচরণ করতে পারে না। চীনা ও রুশ সাহায্য নিয়ে ব্যাপক কথা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের কেবল নিজেদের নিয়ে মত্ত থাকা উচিত নয়। আমাদের পরস্পরের সহায়তায় এগিয়ে আসা উচিত। ফ্রান্স ও জার্মানি ইতালিকে ২০ লাখ মাস্ক ও কয়েক লাখ গাউন দেবে যা যথেষ্ট না হলেও এটাই শুরু।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি শুক্রবার (২৭ মার্চ) জানিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads