• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
রাশিয়ার কারাগারে দাঙ্গার পরেই ব্যাপক অগ্নিকাণ্ড

সংগৃহীত ছবি

ইউরোপ

রাশিয়ার কারাগারে দাঙ্গার পরেই ব্যাপক অগ্নিকাণ্ড

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০২০

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথমে কয়েদিদের মধ্যে ব্যাপক দাঙ্গার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভয়াবহ ওই আগুনে একটি কাঠের কারখানাসহ তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

কারাগারে দাঙ্গা ও অগ্নিকাণ্ডে হতাহতের কথা জানালেও সংখ্যা এবং আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানায়নি স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

রাশিয়ার এ কারাগারটির নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কয়েদিরা দীর্ঘদিন ধরেই দুর্ব্যবহারের অভিযোগ করে আসছিলেন।

দাঙ্গা ও অগ্নিকাণ্ডের পর অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ব্যান্ডেজ বাঁধা এক কয়েদিও নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন।

নিরাপত্তারক্ষীরা মারধরের পাশাপাশি তার শ্বাসরোধের চেষ্টা করেছিল। নির্যাতনের প্রতিবাদ করায় তার কবজি কেটে নেয়া হয় বলেও অভিযোগ এ কয়েদির।

রুশ কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, কয়েদিরাই এক নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালিয়েছিল। আহত ওই নিরাপত্তারক্ষীকে পরে হাসপাতালে নিতে হয়েছে বলেও জানিয়েছে তারা।

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads