• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
ফ্রান্সে করোনায় মৃত্যু কমেছে

সংগৃহীত ছবি

ইউরোপ

ফ্রান্সে করোনায় মৃত্যু কমেছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০২০

ফ্রান্সে মহামারি করোনা ভাইরাসে নতুন করে আরো ৩৮৯ জন প্রাণ হারিয়েছে। তবে, আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। খবর এএফপি’র।

ফ্রান্সের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জারোম সালোমন সাংবাদিকদের বলেন, দেশটির বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে মারা যাওয়া সর্বশেষ এ সংখ্যা নিয়ে ফ্রান্সে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২২ হাজার ২৪৫ জনে দাঁড়ালো।

তিনি আরো জানান, দেশটির হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ৫৬১ জন এবং আইসিইউতে ১৮৩ জন কমেছে।

তবে, পর্যায়ক্রমে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমলেও তিনি বলেন, ‘ভাইরাস ছড়ানোর উচ্চ মাত্রা এখনো বজায় রয়েছে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই করোনা ভাইরাস মোকাবেলা কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এতে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads