• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মসজিদে রূপান্তর হচ্ছে তুরস্কের হাজিয়া সোফিয়া

সংগৃহীত ছবি

ইউরোপ

মসজিদে রূপান্তর হচ্ছে তুরস্কের হাজিয়া সোফিয়া

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ জুলাই ২০২০

ইস্তাম্বুলের ষষ্ঠ শতাব্দীর হাজিয়া সোফিয়াকে অবশেষে মসজিদে রূপান্তর করার ঘোষণা দিয়েছে তুরস্ক। এ ঘোষণায় বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

আদালতের আদেশের পরপরই ওই ভবনের নিয়ন্ত্রণ দেশের ধর্মীয় অধিদপ্তরের হাতে হস্তান্তর সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

হাজিয়া সোফিয়া বর্তমানে ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য।

এদিকে, এক সময় গির্জা থাকা হাজিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের এ সিদ্ধান্ত গভীর হতাশার জন্ম দিয়েছে সনাতন খ্রিস্টানদের মধ্যে।

এর আগে, এটিকে মসজিদে রূপান্তরের ঘোষণা দেয়ার পর তুরস্কের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র, গ্রিস, রাশিয়াসহ বিভিন্ন দেশ।

১৯৩৪ সালে অটোম্যান সাম্রাজ্যের পতনের পর মুস্তফা কামাল আতাতুর্ক স্বাক্ষরিত এক আদেশে ঐতিহাসিক এ স্থাপনাটিকে জাদুঘরে পরিণত করা হয়। তবে শুক্রবার তুরস্কের আদালত সেই আদেশ বাতিল ঘোষণা করার মধ্য দিয়ে হাজিয়া সোফিয়াকে পুনরায় মসজিদ ঘোষণার বাধা দূর করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads