• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মহানবী (সা.) এর ব্যঙ্গ চিত্র, স্কুল শিক্ষককে হত্যার অভিযোগ

ছবি : সংগৃহীত

ইউরোপ

মহানবী (সা.) এর ব্যঙ্গ চিত্র, স্কুল শিক্ষককে হত্যার অভিযোগ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০২০

স্কুলে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গ চিত্র দেখানোর কারণে শিক্ষককে হত্যার ঘটনা ঘটেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের এই ঘটনার সন্দেহভাজন হত্যাকারী পুলিশের গুলি নিহত হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে স্কুলের বাইরে শিক্ষকের শিরচ্ছেদ করা হয়। ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন হত্যাকারীকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। পালানোর চেষ্টাকালে ধাওয়া করার পর পুলিশের গুলিতে মারা যায় ওই ব্যক্তি।

স্কুলটি পরির্দশন করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘটনাকে ‘ইসলামিক জঙ্গি হামলা’ বলে উল্লেখ করেছেন।

গার্ডিয়ান জানিয়েছে, ৪৭ বছর বয়সী নিহত শিক্ষক ভূগোলের অধ্যাপক ছিলেন। ফ্রেঞ্চ শিক্ষা ব্যবস্থায় ভূগোলের মধ্যেই ‘নৈতিক ও নাগরিক শিক্ষা’ পড়ানো হয়। কয়েকদিন আগে ক্লাসে বাক স্বাধীনতা বিষয় নিয়ে পড়ানোর সময় বিতর্কিত ম্যাগাজিন শার্লি এবদোর উদাহরণ দিয়েছিলেন। 

ওই ঘটনার পর এক শিক্ষার্থীর পরিবার শিক্ষকটির বিরুদ্ধে অভিযোগও করেছিল। শিক্ষককে হত্যাকারী ব্যক্তির সঙ্গে ওই পরিবারের সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads