• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চোখের ফোলা ভাব কমাতে কিছু টিপস

চোখের ফোলা ভাব কাটাতে আছে কিছু কৌশল

ছবি : ইন্টারনেট

স্বাস্থ্য

চোখের ফোলা ভাব কমাতে কিছু টিপস

  • এহতেশাম শোভন
  • প্রকাশিত ৩০ জুন ২০১৮

চোখের নিচে ফোলা ভাব বিভিন্ন কারণেই হতে পারে। কম ঘুমনো, অনিয়মিত জীবনযাত্রা, এমনকি বেশি সময় ধরে কাঁদলেও ফুলে যেতে পারে চোখের নীচের অংশ। তবে চটজলদি তা কাটিয়েও উঠতে পারেন। আসুন জেনে নেই কিভাবে চোখের ফোলা ভাব থেকে মুক্তি পাওয়া যায় -

* একটা আলু স্লাইস করে কেটে কিছুক্ষণ ফ্রিজে ঢুকিয়ে রাখুন। এবার ঠান্ডা স্লাইসগুলো চোখের তলায় মিনিট পনের রেখে দিন। চোখের আরাম তো হবেই, সেই সাথে ওয়াটার রিটেনশনও কম হবে। চোখের তলায় ফোলা ফোলা ভাবটাও কেটে যাবে। আলুর বদলে শশা দিয়েও এই পদ্ধতিতে চোখের ফোলা ভাব কাটাতে পারেন। 

* শশা বা আলু ঘরে নেই? তাতেও সমস্যা নেই। ফ্রিজারে একটি চামচ রেখে দিন। এর পর চোখের ফোলা জায়গায় তা কিছুক্ষণ রেখে দিন। দেখবেন ম্যাজিকের মতো কাজে আসবে এই টোটকা।

* চোখের ফোলা ভাব কমাতে অ্যালোভেরা জেল খুবই কাজের। ফ্রিজে রাখা অ্যালোভেরা জেল মেখে নিন চোখের নিচে। কয়েক মিনিট এ ভাবেই থাকুন। দেখবেন উধাও হয়ে গিয়েছে আন্ডার-আই ব্যাগস।

* সারা দিনের ব্যস্ততায় অনেকেরই পর্যাপ্ত পানি খান না। এমনটা আপনার পেটের পক্ষে তো বটেই, চোখের নিচেও প্রভাব ফেলে। যতই ব্যস্ত থাকুন না কেন, পর্যাপ্ত মাত্রায় পানি খেতে ভুলবেন না।

* শুধু পানি খাওয়াই নয়, দিনের মধ্যে বেশ কয়েক বার চোখে-মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। এতেও কমে যাবে চোখের ফোলা ফোলা ভাব। সেই সাথে ক্লান্তিও দূর হবে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads