• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পায়ের গোড়ালি ব্যথা

প্রতীকী ছবি

স্বাস্থ্য

পায়ের গোড়ালি ব্যথা

  • ডা. মিজানুর রহমান কল্লোল
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০১৮

গোড়ালির ব্যথাকে ইংরেজিতে ‘হিল পেইন’ বলে। গোড়ালির ব্যথা সাধারণত গোড়ালির নিচের দিকে অথবা গোড়ালির পেছন দিকে হয়। যদি আপনার গোড়ালির ব্যথা নিচের দিকে হয়, তাহলে বুঝতে হবে এর কারণ হলো প্লান্টার ফাসাইটিস। এক্ষেত্রে হাঁটলে পায়ের গোড়ালিতে ব্যথা বাড়ে, সকালবেলা ব্যথা বেশি থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে ব্যথা কিছুটা কমে; কখনো কখনো গোড়ালি শক্ত বলে মনে হয় এবং শক্ত জুতা ব্যবহার করলে ব্যথা বেড়ে যায়; গোড়ালি কখনো কখনো ফুলে যায়। আর পায়ের গোড়ালির পেছনের দিকে ব্যথা হয় সাধারণত অ্যাকিলিস টেনডিনাইটিস হলে। এই ব্যথা গোড়ালির হাড়ের সঙ্গে যেখানে অ্যাকিলিস টেনডন মিশেছে সেখানে হয়।  

গোড়ালির ব্যথা বেশ সমস্যার সৃষ্টি করতে পারে এবং অনেকে এই ব্যথায় চলাফেরা করতে পারেন না। 

ক্যালকেনিয়াম বা গোড়ালির হাড়ে এবং পায়ের তলার মাংসপেশিতে সমস্যা হলে সামান্য থেকে মারাত্মক ধরনের ব্যথা হয়। যেহেতু শরীরের সব চাপ পড়ে গোড়ালি ও পায়ের পাতার ওপর, তাই গোড়ালিতে ব্যথা হলে গোড়ালিতে ভর দিয়ে হাঁটাচলা করতে কিংবা কোনো কাজকর্ম করতে রোগী অসমর্থ হন। 

বিভিন্² কারণে গোড়ালিতে ব্যথা হতে পারে। তবে সাধারণ কারণগুলো হলো— অ্যাকিলিস টেনডিনাইটিস। এক্ষেত্রে অ্যাকিলিস টেনডনে প্রদাহজনিত কারণে ব্যথা হয়। ব্যথা বেশ তীব্র হয়। অ্যাকিলিস টেনডন রাপচার। এক্ষেত্রে অ্যাকিলিস টেনডেন ছিঁড়ে যায়। আঘাতজনিত কারণ। এক্ষেত্রে গোড়ালিতে আঘাত লাগলে ব্যথা অনুভূত হয়। হাড় ভাঙলে অথবা চাপ পড়লে ব্যথার সৃষ্টি হয়। এছাড়া হাড়ের টিউমার, বার্সাইটিস,  ফাইব্রোমায়ালজিয়া, গোড়ালির হাড় ভাঙা, গাউট, গোড়ালির প্যাড ছিঁড়ে যাওয়া,  হিল স্পারের কারণেও হতে পারে।  

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads