• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
এইচআইভি পরীক্ষায় লজ্জার কিছু নাই : উপাচার্য

প্রতীকী ছবি

স্বাস্থ্য

এইচআইভি পরীক্ষায় লজ্জার কিছু নাই : উপাচার্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০১ ডিসেম্বর ২০১৮

এইচআইভি পরীক্ষায় লজ্জার কিছু নাই। এ লক্ষ্যে এইচআইভি এইডস প্রতিরোধ ও জনসচেতনতায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আজ বিশ্ব এইডস দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের র‌্যালি শেষে আয়োজিত সেমিনারে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এসব কথা বলেন।

কনক কান্তি বড়ুয়া বলেন, এইচআইভি সনাক্ত হলে সমন্বিত চিকিৎসা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি সবক্ষেত্রেই প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উপাচার্য বলেন, চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত মোট ১ হাজার ৪৬ জন রোগী এআরভি নিয়েছেন। তাদের সকল পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে এবং এই সেবাও অব্যাহত থাকবে।

তিনি বলেন, ২০১৩ থেকে বিএসএমএমইউয়ের অবস্ অ্যান্ড গাইনী বিভাগের মাধ্যমে সরকারি পর্যায়ে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত গর্ভবতী মায়েদের সেবা প্রদান করা হচ্ছে। এই সেবার অধীনে মোট ৫৮ জন গর্ভবতী মা সুস্থ সন্তান প্রসব করেছে।

বক্তারা বলেন, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে গত বছরের অক্টোবর মাস থেকে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে এআরভি প্রদান ও সকল রোগের যথাযথ চিকিৎসা সেবার পথ উন্মুক্ত হয়েছে। এ বিশ্ববিদ্যালয় হতে সর্বোচ্চ সংখ্যক রোগী এআরভি নিচ্ছেন। এইচআইভি আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বিএসএমএমইউ।

এরআগে দিবসটি উপলক্ষে‘এইচআইভি পরীক্ষা করুন; নিজেকে জানুন” প্রতিপাদ্য নিয়ে উপাচাযের নেতৃত্বে একটি জনসচেতনতামূলক র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সি ব্লকের সামনে গিয়ে শেষ হয়।

এসময় বক্তৃতা করেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার,উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান,উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম,শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল,রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান,বিশ্ব এইডস দিবস উদযাপন কমিটির ২০১৮ সভাপতি, অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads