• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

স্বাস্থ্য

পাইলসের অপারেশন নিয়ে বিভ্রান্তি নয়

  • অধ্যাপক ডা. এসএমএ এরফান
  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০১৮

পাইলসের অপারেশন নিয়ে বিভ্রান্তির শেষ নেই। অনেকে বছরের পর বছর পাইলসের যন্ত্রণায় ভুগছেন, অনেকের রক্ত যেতে যেতে রক্তশূন্য হয়ে গেছেন, কিংবা ভালোমন্দ কিছু খান না, বিয়েবাড়িতে যান না, কারণ এতে পাইলসের প্রকোপ বেড়ে যায়। কিন্তু এতকিছুর পরও যদি তাকে পাইলসের অপারেশনের কথা বলা হয়, তাহলে আঁতকে ওঠেন। তারা কোনোভাবেই অপারেশন করতে চান না। তারা বলেন, ডাক্তার সাহেব এর যে কোনো চিকিৎসা দিন, অপারেশনের কথা বলবেন না।

এই অপারেশনভীতির কারণ কী : কোনো কোনো রোগী বলেন, পাইলস অপারেশন করলে ভালো হয় না, আরো খারাপ হয়। কেউ কেউ বলেন, পাইলসের অপারেশন একবার করলে বার বার করতে হয়। আমার পরিচিত এক রোগীকে তিনবার অপারেশন করতে হয়েছে। কেউ বলেন, পাইলস অপারেশন করলে পায়ুপথ নষ্ট হয়ে যায়, পায়খানা করা যায় না। আবার এমন রোগীও বলেছেন, পাইলস অপারেশন করলে ক্যানসার হয়ে যায়, তার পরিচিত এক রোগীর হয়েছে। এসব বক্তব্য সত্য। প্রকৃতপক্ষে রোগীদের বক্তব্য আংশিক সত্য। আংশিক সত্য এ কারণে যে, বাংলাদেশের অধিকাংশ পাইলস রোগী (বা পায়ুপথের অন্য রোগ) এখনো সাইনবোর্ডসর্বস্ব ‘পাইলস চিকিৎসালয়’ নামক হাতুড়ে চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। এসব ক্ষেত্রে অসংখ্য রকম জটিলতা, যেমন পায়ুপথ সরু হয়ে যাওয়া, পায়ুপথে মল ধরে রাখতে না পারা, তাদের মাধ্যমে বার বার অপারেশন করা ইত্যাদি খুব কমন। এমনকি আমাদের অনেক ডাক্তারও এই অপারেশন করেন, বিশেষত যারা এই অপারেশনে প্রশিক্ষিত নন, তাদের ক্ষেত্রেও এ সমস্যা হতে পারে। কিন্তু আমি সম্মানিত রোগীদের নিশ্চয়তা দিতে চাই যে, এসবের কোনোটাই সত্য নয়। পাইলসের অপারেশন শতভাগ নিরাপদ। বিশেষত বর্তমানে আমরা লংগো মেশিনের সাহায্যে যে অপারেশন করছি, তাতে রোগী অতি দ্রুত প্রায় ব্যথাহীনভাবে সুস্থ হয়ে উঠছেন। শর্ত হচ্ছে একটাই, একজন ভালো প্রশিক্ষিত কোলোরেকটাল সার্জনের মাধ্যমে অপারেশন করানো। পায়ুপথ স্থানটি অতি স্পর্শকাতর হওয়ায় যথাযথ অপারেশন না করলে বিভিন্ন সমস্যা হতেই পারে।

বর্তমানে বাংলাদেশে এই রোগগুলোর খুব ভালো চিকিৎসা হচ্ছে। বিদেশ থেকেও রোগীরা আমাদের এখানে এসে চিকিৎসা নিচ্ছেন। আমাদের হাজার হাজার রোগী বর্তমানে চিকিৎসা নিয়ে দীর্ঘদিন ধরে সুস্থ আছেন। তাই সম্মানিত রোগীদের বলি, সেবা নিন সুস্থ থাকুন।

 

- জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল

 সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads