• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

স্বাস্থ্য

ধূমপানে বাড়ে মাইগ্রেন

  • ফয়জুন্নেসা মণি
  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০১৮

জার্নাল অব হেডঅ্যাক অ্যান্ড পেইন-এ প্রকাশিত গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, স্পেনের একদল গবেষক সালামানকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষার সাড়ে তিনশ ছাত্রের ওপর জরিপ চালিয়ে দেখেছেন ধূমপায়ীদের মধ্যে মাইগ্রেনের হার অধূমপায়ীদের চেয়ে বেশি। তারা বলেছেন, প্রতিদিন পাঁচটির বেশি সিগারেট পান করলে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। যদিও মাইগ্রেনের পেছনে বংশগত কারণও রয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, অনেকেই বলেন- মাথাব্যথা কমানোর আশাতেই তারা সিগারেট ধরান। কিন্তু গবেষণা বলছে, সিগারেট মাথাব্যথা তো কমায়ই না, বরং উল্টো কাজটি করতে পারে। যাদের নিয়মিত মাথাব্যথা করে এবং যারা নিয়মিত ধূমপান করেন, তাদের মনে রাখতে হবে ধূমপানই বাড়িয়ে তুলছে আপনার মাইগ্রেনের আক্রমণ।

গবেষক ডা. জুলিও পাসকুয়াল বলেন, মাথাব্যথা নিয়ন্ত্রণকারী মস্তিষ্ক কোষের অস্বাভাবিক সক্রিয়তার কারণে মাইগ্রেন হয়। জন্মগতভাবেই মাইগ্রেন ঝুঁকিপূর্ণ ব্যক্তির মস্তিষ্ককোষ স্বাভাবিক ব্যক্তিদের চেয়ে অধিক সক্রিয়তাপ্রবণ হয়। ফলে তামাকজাতীয় উত্তেজক সহজেই একে অস্বাভাবিকভাবে সক্রিয় করে তোলে, শুরু হয় অসহ্য মাথাব্যথা।

 

ফয়জুন্নেসা মণি

সূত্র : জার্নাল অব হেডঅ্যাক অ্যান্ড পেইন এবং মেডিকেল সায়েন্স

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads