• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সংগৃহীত ছবি

স্বাস্থ্য

মার্কিন চিকিৎসকের মত

মৌসুমি রোগে রূপ নিতে পারে করোনা!

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০২০

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মৌসুমি রোগ হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন মার্কিন চিকিৎসক অ্যান্থনি স্টিফেন ফাউসি।

তিনি বলেন, এ বছর সারাবিশ্ব থেকে করোনা ভাইরাস সম্পূর্ণভাবে নির্মূল হওয়ার সম্ভাবনা নেই। এটি একটি মৌসুমি ফ্লুর প্রকৃতি ধারণ করবে। এটি বিশ্বব্যাপী নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খু্বই কম।

পরের ফ্লু মৌসুমে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ভাইরাস আবার নতুন করে প্রাদুর্ভাব হতে পারে বলেও জানান ফাউসি।

তিনি আরও বলেন, একটা সময় কমে এলেও তা আবার যে পুনরুত্থানের আশঙ্কা রয়েছে। এটা মৌসুমি ফ্লু হয়ে মানুষের মধ্যে বিচরণ করার আশঙ্কা থেকে যাবে।

ফাউসি জানান, তবে যুক্তরাষ্ট্র তার প্রস্তুতিপর্ব আগের চেয়ে ভালো করেছে। যুক্তরাষ্ট্র করোনার শক্তি কমানোর জন্য কঠোর পরিশ্রম করছে।

মার্কিন চিকিৎসক অ্যান্থনি স্টিফেন ফাউসি।

স্টিফেন ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রে একটি ভ্যাকসিন তৈরির কাজও শেষ হয়েছে এবং এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। ট্রায়াল শেষ হলেই নতুন ওষুধের চিকিৎসা–সংক্রান্ত প্রক্রিয়া হস্তান্তর পরিচালনা শুরু করা হবে।

অ্যান্থনি স্টিফেন ফাউসি একাধারে ইমিউনোলজিস্ট এবং ১৯৮৪ সাল থেকে জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করেছেন।

প্রসঙ্গত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর আক্রমণে এই পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ২৭৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৬১৯ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads