• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
পোশাকে কতক্ষণ বেঁচে থাকে করোনা?

সংগৃহীত ছবি

স্বাস্থ্য

পোশাকে কতক্ষণ বেঁচে থাকে করোনা ভাইরাস ?

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২০

মহামারী করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণ প্রতিরোধে এখন অন্যতম কাজ গৃহবন্দি হয়ে থাকা অথবা নিয়মিত সময়ের ব্যবধানে সঠিক ভাবে হাত ধুয়ে ফেলা।

চলমান মহামারী সঙ্কটে এমন প্রশ্নও তো মনে উঁকি দেয়, আমাদের পোশাকে এই প্রাণঘাতী ভাইরাসের প্রভাব আসলে কেমন?

পোশাক থেকে করোনা ভাইরাস দূরে হতে কত সময় লাগে?

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর এক প্রকৃতি নির্ধারণে একাধিক গবেষণা হয়েছে। বিজ্ঞানী ও বিজ্ঞানের শিক্ষার্থীরা কার্ডবোর্ড, কাগজ এবং প্লাস্টিকসহ অন্যান্য মাধ্যমে এই ভাইরাসের জীবনযাপন পর্যবেক্ষণ করেছেন। এখনো চলছে এই গবেষণা।

গবেষণায় দেখা গিয়েছে, ধাতব এবং প্লাস্টিকের মধ্যে ভাইরাসটি তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। কারণ এই উপাদানগুলির উপরিভাগ ছিদ্রহীন হওয়ার কারণে ভাইরাস দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারে।

অন্য দিকে জামাকাপড়ের ছিদ্রযুক্ত পৃষ্ঠতল ভাইরাসটিকে আটকে রাখে এবং সংক্রমণে বাধা দেয়। গবেষণায় দেখা গিয়েছে, ভাইরাসগুলি ছিদ্রহীন পৃষ্ঠে আরও বেশি সময় বেঁচে থাকে। যার অর্থ জামাকাপড় সেগুলির থেকে তুলনামূলক ভাবে নিরাপদ।

অর্থাৎ, এখান থেকেই স্পষ্ট, ব্যবহৃত জামাকাপড়গুলি নিয়মিত সাবান মিশ্রিত গরম জলে কাচতে হবে। কারণ, এটা তো স্পষ্ট, সাবানের কাছে করোনা ভাইরাস অসহায় হয়ে পড়ে।

সূত্র : খবর অনলাইন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads