• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বড় সুযোগ হকি দলের সামনে

থাইল্যান্ডকে আজ হারাতে পারলে পঞ্চম স্থানের জন্য লড়াইয়ের সুযোগ পাবে জিমি-চয়নরা

ছবি : ইন্টারনেট

হকি

বড় সুযোগ হকি দলের সামনে

  • প্রকাশিত ২৬ আগস্ট ২০১৮

স্পোর্টস রিপোর্টার, ইন্দোনেশিয়া থেকে

এশিয়ান গেমস হকির গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ থাইল্যান্ড। স্থানীয় সময় বিকাল ৪টায় জিবিকে হকি গ্রাউন্ডে শুরু হবে দুই দলের এ দ্বৈরথ। থাইল্যান্ডকে আজ হারাতে পারলে পঞ্চম স্থানের জন্য লড়াইয়ের সুযোগ পাবে জিমি-চয়নরা। সেই সঙ্গে আগামী এশিয়া কাপ আর এশিয়ান গেমসের বাছাই পর্বও খেলতে হবে না গোবিনাথনের শিষ্যদের। আগামী আসরে সরাসরি সুযোগ পাবে চূড়ান্ত পর্বে।

হকি ইভেন্টে টানা দুই ম্যাচ জয়ের পর শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় লাল-সবুজ জার্সিধারীরা। তবে আজ থাইল্যান্ডের বিরুদ্ধে জয়ের আশা শিটুল বাহিনীর। বিশ্ব হকি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৩১ আর থাইল্যান্ডের ৪৭। শুধু র্যাঙ্কিং নয়, হকিতে কখনোই থাইদের কাছে হারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তাই প্রতিপক্ষকে হারিয়ে আজ পঞ্চম স্থানের লড়াইয়ে জায়গা করে নেওয়ার সুযোগটা হাতছাড়া করতে চায় না টিম বাংলাদেশ। বহু বছর পর এমন সুযোগের সামনে দাঁড়িয়ে জিমি-চয়ন-শিটুলরা। আজকের ম্যাচকে সামনে রেখে গতকাল সকালে কঠোর পরিশ্রম করেছেন গোবিনাথনের শিষ্যরা। কোচের কথায়, ‘দল সব সময় জয়ের জন্যই মাঠে নামে। মালয়েশিয়া ও কাজাখস্তানের বিপক্ষে যেভাবে মাঠে নেমেছে সেভাবেই মাঠে নামব। সব সময় সেরাটা দিতেই প্রস্তুত আমার দল। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে টার্গেটে পৌঁছানো সম্ভব। এখানে বাধার কিছু দেখছি না।’

দলের সহকারী কোচ আশিকুজ্জামান জানান, ‘বাংলাদেশের সামনে ২০ বছর আগে এমন একটি সুযোগ এসেছিল। তবে সেটি কাজে লাগানো যায়নি। থাইল্যান্ডকে আজ হারাতে পারলে আমাদের ষষ্ঠ স্থান নিশ্চিত। পঞ্চম স্থানের জন্য তখন লড়তে হবে কোরিয়া কিংবা অন্য একটি দেশের সঙ্গে। তাছাড়া আগামী এশিয়ান গেমস ও এশিয়া কাপের বাছাই পর্বও খেলতে হবে না আজ জয় পেলে। তাই আমরা সবাই ইতিবাচক চিন্তা করছি। দলে কোনো ইনজুরি নেই। আশরাফুল গত ম্যাচে ইনজুরির কারণে খেলতে না পারলেও আগামীকাল (আজ) থাইল্যান্ডের বিপক্ষে খেলতে তার কোনো অসুবিধে হবে না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads