• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আসছে না নতুন মিস্টার বিন

অভিনেতা রোয়ান অ্যাটকিনসন

ছবি : ইন্টারনেট

হলিউড

আসছে না নতুন মিস্টার বিন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৯ অক্টোবর ২০১৮

কৌতুক অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। ‘মিস্টার বিন’ হিসেবেই ব্যাপক পরিচিতি তার। ১৯৯০ সালের ১ জানুয়ারি কমেডি টিভি সিরিজ মিস্টার বিনে অভিনয় শুরু করেছিলেন তিনি। এ সিরিজের ১৫টি পর্বে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন রোয়ান অ্যাটকিনসন। ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বর এ সিরিজের সবশেষ পর্ব প্রচার হয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে রোয়ান জানিয়েছেন, মিস্টার বিন চরিত্রে তার ফেরার সম্ভাবনা নেই। কারণ তিনি মনে করেন, এ চরিত্রের জন্য যা করার ছিল সবই তিনি শেষ করে ফেলেছেন। কমেডিয়ান গ্রাহাম নরটনের উপস্থাপনায় ‘দ্য গ্রাহাম নরটন শো’তে অংশ নিয়ে এ কথা জানান তিনি। রোয়ান বলেন, ‘আপনি যেগুলো পারেন সেগুলো সব আপনি শেষ করে ফেললে তখন একটা বিষয় এসে দাঁড়ায়। কিন্তু সেটা কখনোই বলা যাবে না।’

প্রায় ২৮ বছর আগে ‘মিস্টার বিন’ চরিত্রটির জন্ম দিয়েছিলেন কৌতুক অভিনেতা এবং পুরস্কারপ্রাপ্ত গল্পকার রিচার্ড করটিস। দর্শকের জন্য মিস্টার বিনের একটি অ্যানিমেটেড সিরিজ এবং দুটি চলচ্চিত্র তৈরি করা হয়েছিল। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল মিস্টার বিনের শেষ ছবি ‘মিস্টার বিন’স হলিডে’।

১৯৫৫ সালে ইংল্যান্ডের কনসেটে জন্মগ্রহণ করেন রোয়ান অ্যাটকিনসন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে টেলিভিশনে কাজ শুরু করেন রোয়ান। ১৯৯০ সালে প্রথম টেলিভিশনের পর্দায় দেখা যায় তাকে। মিস্টার বিন ছাড়াও ‘দ্য সিক্রেট পুলিশম্যানস বেল’, ‘নট দ্য নাইন ও’ক্লক নিউজ’, ‘পিটার কুক অ্যান্ড কোম্পানি’, ‘দ্য ব্ল্যাক আডার’, ‘রেড নোজ ডে অ্যাকচুয়েলি’ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি। এছাড়া তিনি অভিনয় করেছেন প্রায় ২০টি চলচ্চিত্র ও ১০টির মতো বিজ্ঞাপনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads