• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ঘর ভাঙল অ্যাডেলের

ছবি : সংগৃহীত

হলিউড

ঘর ভাঙল অ্যাডেলের

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৯

‘হ্যালো’ গানের শিল্পী, খ্যাতিমান ব্রিটিশ গায়িকা অ্যাডেলের ঘর ভাঙল। সম্প্রতি স্বামী সাইমন কানেকসির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সঙ্গীতের সর্বোচ্চ সম্মাননা গ্র্যামিজয়ী এই তারকা।

২০১৬ সালে একরকম চুপিচুপিই বিয়ে করেছিলেন অ্যাডেল। বিয়ের আগে প্রায় পাঁচ বছর প্রেম ছিল। সাইমন কানেকসি একটি দাতব্য প্রতিষ্ঠান চালান। তাদের বিয়ের বিষয়টি সবাই জানতে পারে ২০১৭ সালে। গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে এসে স্বামীকে ধন্যবাদ জানিয়েছিলেন অ্যাডেল। সেদিন সবার চোখ কপালে ওঠে! মূলত সেদিনই সঙ্গীতাঙ্গনের সবাই জানতে পারেন অ্যাডেল বিয়ে করেছেন।

কেন ছাড়াছাড়ি হলো- এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এ দম্পতি। শুধু জানিয়েছেন, দুজনেই একটু একা থাকতে চান। এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি দুজনের কেউই। ২০১২ সালে মা হয়েছিলেন অ্যাডেল। স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন হলেও দুজনে মিলেই সাত বছরের ছেলে অ্যাঞ্জেলোর দেখাশোনা করবেন।

সঙ্গীতশিল্পী অ্যাডেল সারা পৃথিবীতেই ভীষণ জনপ্রিয়। তার প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে- ‘নাইনটিন’, ‘টোয়েন্টি ওয়ান’ এবং ‘টোয়েন্টি ফাইভ’। তিনটি অ্যালবামই দারুণ সাড়া ফেলেছিল। তার প্রথম অ্যালবাম ‘নাইনটিন’ প্রকাশিত হয় ২০০৮ সালে। অ্যালবামের ‘চেজিং পেভমেন্টস’ এবং ‘হোমটাউন গ্লোরি’ গান দুটি ব্যাপক সমাদৃত হয়। এমনকি যুক্তরাজ্যে সঙ্গীতের শীর্ষ তালিকায় স্থান পায় গানগুলো।

অ্যাডেলের দ্বিতীয় অ্যালবাম ‘টোয়েন্টি ওয়ান’ পুরস্কৃত হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ৩০ দেশের টপচার্টে জায়গা করে নেয় অ্যালবামটি। তার তৃতীয় অ্যালবাম ‘টোয়েন্টি ফাইভ’ বিক্রির রেকর্ড গুঁড়িয়ে দেয়। প্রকাশের প্রথম সপ্তাহে অ্যালবামটি বিক্রি হয় প্রায় ৮ লাখ কপি। এটি ছিল ২০১৫ সালের সর্বাধিক বিক্রীত অ্যালবাম।

গত মাসে নিজের নতুন অ্যালবামের কাজ শুরু করেছিলেন অ্যাডেল। এ সময় নিউইয়র্কের একটি রেকর্ডিং স্টুডিওতে দেখা যায় তাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads