• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
৫২-তে কিডম্যান

ছবি : সংগৃহীত

হলিউড

৫২-তে কিডম্যান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২০ জুন ২০১৯

৫১ পেরিয়ে ৫২-তে পা রাখছেন তিনি। কেউ যদি এই তারকাকে এখন দেখেন, তাহলে তার বয়স যে ৫০-এর বেশি তা কেউই বিশ্বাস করবেন না। হলিউডের চিরসবুজ অভিনেত্রী হিসেবে তাকে অভিহিত করা হয়। তিনি একাধারে নামি অভিনেত্রী, গায়িকা, চলচ্চিত্র প্রযোজক। পেয়েছেন অসংখ্য পুরস্কার। নিজেকে করেছেন বিখ্যাত। তিনি ভুবন ভুলানো নিকোল কিডম্যান। আজ তার জন্মদিন। শুভ জন্মদিন নিকোল কিডম্যান।

হলিউডের এই সুন্দরী অভিনয়ের ক্ষেত্রে নাকি এখনো ২১ বছর বয়সীর মতো আচরণ করেন। চরিত্র নির্বাচনের প্রথম থেকেই সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হননি। এখনো প্রথমের মতোই চিন্তা করেন তিনি। আর যখন কাজ করতে হয় না, তখন সিনেমার ভালোবাসার কারণেই করেন না তিনি। কিডম্যান বলেন, ‘এখনো যে কোনো কাজ করার আগে মনে করি ২১ বছর বয়সী আমি। মাত্রই ক্যারিয়ার শুরু করেছি। আসলে জীবনের এই পর্যায়ে আমি সাহসী থাকতে চাই।’

১৯৮৩ সালে ১৬ বছর বয়সে অস্ট্রেলীয় চলচ্চিত্র বুশ ক্রিসমাস দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নিকোল কিডম্যানের। গত শতাব্দীর আশির দশকের মাঝামাঝি তিনি বিএমএক্স ব্যান্ডিটস (১৯৮৩), ওয়াচ দ্য শ্যাডোস ড্যান্স (১৯৮৭) এবং প্রণয়ধর্মী হাস্যরসাত্মক উইন্ডরাইডার (১৯৮৬)-তে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ১৯৮৯ সালের থ্রিলারধর্মী চলচ্চিত্র ডেড কাম এবং থ্রিলার মিনি ধারাবাহিক ব্যাংকক হিল্টন। ১৯৯০-এর দশকের প্রথম দিকে ডেজ অব থান্ডার (১৯৯০), রোমান্স-নাট্যধর্মী ফার অ্যান্ড অ্যাওয়ে (১৯৯২) ও সুপার হিরো চলচ্চিত্র ব্যাটম্যান ফরেভার (১৯৯৫)-তে অভিনয় দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। ২০০১ সালের সংগীতধর্মী ‘মুলা রুশ!’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। ২০০২ সালে দ্য আওয়ার্স চলচ্চিত্রে ভার্জিনিয়া উলফের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কার এবং বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার পান। কিডম্যান ১৯৯৪ সাল থেকে ইউনিসেফ এবং ২০০৬ সাল থেকে ইউনিফেমের শুভেচ্ছা দূত। ২০০৬ সালে তিনি অর্ডার অব অস্ট্রেলিয়া হিসেবে নিয়োগ লাভ করেন এবং ওই বছরের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হন। এছাড়া তিনি ব্লুজম ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন।

২০১৭ সালে কিডম্যান বিগ লিটল লাইজ দিয়ে টেলিভিশনে ফিরে আসেন। উপন্যাস অবলম্বনে নির্মিত নাট্যধর্মী ধারাবাহিকটি এইচবিও চ্যানেলে প্রচারিত হয়। সহশিল্পী রিজ উইদারস্পুন ও পরিচালক জঁ-মার্ক ভালের সঙ্গে তিনি এই ধারাবাহিকটির একজন প্রযোজক। এতে তিনি একজন সাবেক আইনজীবী ও বর্তমানে গৃহিণী সেলেস্ট রাইট চরিত্রে অভিনয় করেন, যিনি তার স্বামীর অত্যাচারী স্বভাব লুকিয়ে রাখেন। তার স্বামী চরিত্রে অভিনয় করেন আলেকজান্ডার স্কার্সগার্ড। কিডম্যান এই চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। দ্য হাফিংটন পোস্টের ম্যাথিউ জ্যাকবস লেখেন, ‘তিনি তার কর্মজীবনের অন্যতম সেরা কাজ করেছেন।’ দ্য ওয়াশিংটন পোস্টের অ্যান হরনাডে লেখেন, ‘কিডম্যান সেরা অভিনেত্রীদের রাজ্যের একজন।’ এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে দুটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একটি গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads