• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ম্যাডাম এক্স নিয়ে ম্যাডোনা

ছবি : সংগৃহীত

হলিউড

ম্যাডাম এক্স নিয়ে ম্যাডোনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৪ জুন ২০১৯

পপ সম্রাজ্ঞী হিসেবে এখনো ম্যাডোনার খ্যাতি বিশ্বজোড়া। সম্প্রতি বিরতি ভেঙে নতুন স্টুডিও  অ্যালবাম নিয়ে হাজির হয়েছেন তিনি। বিলবোর্ডের তালিকায় পপ সম্রাজ্ঞীর নতুন অ্যালবাম ম্যাডাম এক্স-এর গান শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। এটি তার ১৪তম অ্যালবাম।

এর কিছুদিন আগে এক রহস্যময় ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি নিশ্চিত করেছেন ম্যাডাম এক্স হতে যাচ্ছে তার নতুন অ্যালবামের নাম। আকর্ষণীয় এ ক্লিপে দেখা গিয়েছিল, ম্যাডোনা টাইপরাইটারের সামনে বসে পরনে কালো কস্টিউম, যেখানে নিজেকে তিনি বলছেন ম্যাডাম এক্স। যে এক গুপ্তচর, যে সারা বিশ্ব ছুটে বেড়ায়, নানা পরিচয়ে, মুক্তির জন্য যে লড়াই করে, অন্ধকারকে আলোয় উদ্ভাসিত করা যার কাজ।

পিয়ানোর সংগতে বানানো এ গানের ভিডিও, সঙ্গে আছে কয়েক ছত্রের গীত : ‘যে জিনিস সবচেয়ে বেশি আঘাত করে, তা হলো আমার পরাজয়হীনতা।’

ম্যাডোনা ম্যাডাম এক্সকে বর্ণনা করেছেন নানা অভিধায়- ‘নর্তকী, অধ্যাপক, রাষ্ট্রপ্রধান, গৃহকর্ত্রী, কুশলী অশ্বারোহী, একজন বন্দি, এক ছাত্র, মা, এক শিশু, এক শিক্ষক, একজন নান ও একজন পতিতা’ আর ভালোবাসার ঘরের গুপ্তচর’।

২০১৮ সালে ভোগ ইতালিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এ সংগীতশিল্পী বলেছিলেন, তার এ গানের অনুপ্রেরণা তিনি পেয়েছেন পর্তুগাল থেকে, এ অ্যালবাম তৈরির পুরো সময়টায় তিনি ওখানেই থেকেছেন।

‘সম্প্রতি আমি বিস্ময়কর কিছু মিউজিশিয়ানের সঙ্গে পরিচিত হয়েছি এবং নতুন এ গানের লোকদের অনেককেই আমি আমার নতুন রেকর্ডে ব্যবহার করেছি। কাজেই এটা বলাই যায়, লিসবন আমার গানে দারুণভাবে প্রভাব ফেলেছে। হবেই বা না কেন? আমি ভেবে পাই না, এতগুলো বছর আমি এ সংস্কৃতির সঙ্গে পরিচিত না হয়ে থাকলাম কীভাবে’, পত্রিকাটিকে বলেন ম্যাডোনা।

তিনি আরো বলেন, ‘সংগীতের ব্যবসায় যেসব ছকবাঁধা ব্যাপার-স্যাপার ঘটছে, প্রতিটি গানে প্রায় ২০ জনের মতো শিল্পী হাজির থাকেন, প্রত্যেকেরই আওয়াজ একরকম। ভাবখানা এমন যে, তারা সংগীতকে একটা কিছু দিচ্ছেন, আমার অ্যালবাম এসবের বিরুদ্ধে খুব ভালো প্রতিষেধকের কাজ করবে।’ ১৩ গানের পুরো অ্যালবাম প্রকাশের আগে কয়েকটি সিঙ্গেল প্রকাশ হবে। এর মধ্যে আছে ক্রাভ, ফিউচার ও ডার্ক ব্যালেট।

পয়লা মে মালুমার সঙ্গে ‘মেডেলিন’ গানটি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে পারফর্ম করেন ম্যাডোনা। ১৮ মে তিনি ইসরাইলের তেল আবিবে ইউরোভিশন সং কনটেস্টে দুটি গান পরিবেশন করেন, যার মধ্যে একটি নতুন অ্যালবামের। আর দুই গানের জন্য পারিশ্রমিক নিচ্ছেন ১০ লাখ ডলার।

১৯৮৩ সালে সংগীতে অভিষেকের পর ম্যাডোনার এ পর্যন্ত একক অ্যালবামের সংখ্যা ১৩। এর বাইরে আছে সংকলন, রিমিক্স সেট আর একক কিছু সংগ্রহ। তার সর্বশেষ একক গান ছিল বিচ আই’ম ম্যাডোনা, বিলবোর্ডের হট ১০০ গানের মধ্যে ৮৪ নম্বরে ছিল এ গান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads