• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

হলিউড

মাইলির ‘সি ইজ কামিং’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুন ২০১৯

এ মাসের প্রথম দিকে পপ গায়িকা মাইলি সাইরাসের সপ্তম স্টুডিও অ্যালবামের ‘সি ইজ মিলি সাইরাস’-এর মোট ছয়টি গান মুক্তি পায়। ঐ সময় একক অ্যালবাম ‘সি ইজ কামিং’ মুক্তি পায়। অ্যালবামটি ইউএস বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের মধ্যে জায়গা করে নেয়। অ্যালবামটির ‘মাদার্স ডটার’ গানটি বিলবোর্ডে টানা আট সপ্তাহ ধরে শীর্ষ দশে অবস্থান করে। গানটি এখন বিলবোর্ডের সেরা ১০০ গানের মধ্যে ৫৪তম স্থানে অবস্থান করছে।

 গানের সঙ্গে পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছেন অভিনয়ও। সম্প্রতি অভিনয় করেছেন সায়েন্স ফিকশন ছবি ‘ব্ল্যাক মিরর’-এ। ছবিতে এসলের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিটির ভিডিও গান ‘অন দ্য রোল’-এ কণ্ঠ দিয়েও বাজিমাত করেন মাইলি।

সাফল্যের ধারাবাহিকতায়  জুন মাসটি কাটালেও মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় হতবাক হয়ে যান। বার্সেলোনায় প্রিমাভেরা সাউন্ড ফেস্টিভ্যালে গান করতে গিয়ে ভক্তদের হাতে হেনস্তার শিকার হন মার্কিন এই পপ তারকা। সেখান থেকে বেরিয়ে আসার পথেই ভক্তরা গায়িকাকে ঘিরে ধরেন, সেই সঙ্গে জোরপূর্বক চুমুর চেষ্টা করা হয় মাইলিকে। স্বামী লিয়াম হেমসওর্থের সামনেই এ কাণ্ড ঘটে। অবশ্য চুমু দেওয়ার আগেই নিজেকে সরিয়ে নেন মাইলি। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীরা তাকে আলাদা করেন। তারপর স্বামীর সঙ্গে হেঁটে এগিয়ে যান। এরপর বেশ কয়েকদিন বিষয়টি নিয়ে মনমরা ছিলেন তিনি। এখন অবশ্য অনেকটাই স্বাভাবিক হয়েছেন। ব্যস্ত হয়ে পড়েছেন গান নিয়ে।

ব্যক্তিগত জীবনে বেশ সুখীই মাইলি। বছরের শুরুতে দীর্ঘদিনের প্রেমিক অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছেন গায়িকা মাইলি সাইরাস । ‘দ্য লাস্ট সং’ ছবির শুটিং সেটে পরিচয় হয় লিয়াম হেমসওয়ার্থ ও মাইলি সাইরাসের। তারপর প্রেম।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads