• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
গ্লিসেন্ডা ব্ল্যাঙ্কোর চরিত্রে জেনিফার লোপেজ

সংগৃহীত ছবি

হলিউড

গ্লিসেন্ডা ব্ল্যাঙ্কোর চরিত্রে জেনিফার লোপেজ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৯

গ্লিসেন্ডা ব্ল্যাঙ্কোর ছোটবেলা ছিল সবার থেকে আলাদা। তিনি জানতেন না তার বাবা কে বা বাবা কী। সেখান থেকেই ভয়ঙ্কর অপরাধের বীজ বোনা হয়েছে তার শরীরে, মনে, মস্তিষ্কে। ১২ বছরের আগেই তিনি অপহরণের সঙ্গে জড়িয়ে পড়েন। তাকে যে ছেলে পছন্দ করত, তাকেই অপহরণ করে অর্থ দাবি করেন, একদম পেশাদার ছেলেধরার মতোই। পকেটমারীতেও দক্ষ ছিলেন।

মায়ের প্রেমিক তাকে যৌন নিপীড়ন করতেন। তাই ১৬ বছরের আগেই এক দিন তিনি ঘর ছেড়ে পালান আর ২০ বছরের আগেই গড়েন নিজের সাম্রাজ্য। নিজের তিন স্বামীকে তিনি খুন করেছেন। আরো অন্তত ২০০ জনকে হত্যা করা হয়েছে তার নির্দেশে। তার সম্পদের পরিমাণ আনুমানিক ২০০ কোটি ডলার।

২০১২ সালের ৩ সেপ্টেম্বর। কলাম্বিয়ার কার্দিসোতে ২৯ নম্বর রাস্তায় একটা কসাইখানা থেকে তিনি ১৫০ ডলারের মাংস কেনেন। তখন দোকানের ওপাশ থেকে মুখঢাকা এক আততায়ী তার মাথা লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। সেখানেই মৃত্যু হয় কোকেন গডমাদারের।

বিশ্বের সবচেয়ে বড় ড্রাগলর্ডের একজন গ্লিসেন্ডা ব্ল্যাঙ্কো আবারো ফিরবেন। তবে বড়পর্দায়। তার জীবন ফিরবে চলচ্চিত্র হয়ে। সেখানে ব্ল্যাঙ্কোর চরিত্রে দেখা যাবে মার্কিন অভিনয়শিল্পী, গায়িকা, নৃত্যশিল্পী ও প্রযোজক জেনিফার লোপেজকে। ছবির নাম ‘দ্য গডমাদার’। এই ছবির শুধু গডমাদার নন, প্রযোজকও তিনি। শোনা যাচ্ছে, এই ছবি দিয়েই নাকি পরিচালকদের খাতায় নাম তুলতে যাচ্ছেন জেনিফার লোপেজ। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গণমাধ্যমকে জেনিফার লোপেজ বলেছেন, ‘গ্লিসেন্ডা ব্ল্যাঙ্কোর জীবনের গল্প আমাকে সমসময় টানত, কৌতূহলী করত। বড়পর্দায় এই রহস্যময়, অন্ধকারাচ্ছন্ন জীবনকে তুলে ধরার জন্য আমি মুখিয়ে আছি। এ ধরনের নেতিবাচক আর জটিল চরিত্র অভিনয়শিল্পীরা খুব কমই পায়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads