• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বিলবোর্ড মাতাচ্ছে আরিয়ানার ‘বয়ফ্রেন্ড’

ছবি : সংগৃহীত

হলিউড

বিলবোর্ড মাতাচ্ছে আরিয়ানার ‘বয়ফ্রেন্ড’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৯

মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডে মানেই অন্য রকম উন্মাদনা। সুরের জাদুতে তিনি বিমোহিত করেন হাজারো শ্রোতার মন। তার অভিনয় যেন কথা বলে। নিত্যনতুন ফ্যাশনে নিজেকে ভিন্ন রকমভাবে উপস্থাপনেও তিনি কম যান না। তাই তো পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা সবসময় আরিয়ানার নিয়মিত খবর নিতে চোখ রাখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পৃথিবীজুড়ে ইনস্টাগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ফলোয়ারের সংখ্যাও এখন তার দখলে। সম্প্রতি তার সিঙ্গেল ‘বয়ফ্রেন্ড’  গানটি বিলবোর্ডে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে। গানটি এ সপ্তাহে বিলবোর্ডের অষ্টম স্থানে রয়েছে।

সুর আর অভিনয় আরিয়ানার জন্ম থেকেই বন্ধু। জন্ম ২৬ জুন ১৯৯৩ সালে ফ্লোরেডিয়াতে। আরিয়ানা গ্রান্ডে যখন তার মায়ের গর্ভে তখন তাদের পুরো পরিবার ইতালি থেকে ফ্লোরিডাতে চলে আসে। তার ভাইয়ের নাম ইডওয়ার্ড বুটেরা।

আরিয়ানা যখন স্টেজে ওঠেন, তার ভক্তদের মধ্যে তখন তীব্র উন্মাদনা সৃষ্টি হয়। এই তারকা চার স্বরগ্রামে, কখনো হালকা, কখনো গভীর গলায় গাইতে পারেন। তার এই বিশেষ দক্ষতার জন্য তাকে তুলনা করা হয় মারিয়া ক্যারির মতো প্রতিষ্ঠিত শিল্পীর সঙ্গে। বয়স মাত্র ২৫ হলেও স্টেজ পারফরম্যান্সে তার অভিজ্ঞতা বারো বছরের। শিশুদের টিভি সিরিজ ‘ভিক্টোরিয়াসে’ মুখ্য ভূমিকায় ছিলেন আরিয়ানা। আর নিজের ইউটিউব চ্যানেলও চালু করেন অল্প বয়সে। সেই চ্যানেলের সাবসক্রাইবার প্রায় দুই কোটি। আরিয়ানার মধ্যে এক সরল কিন্তু আবেদনময়ী ‘লুক’ খুঁজে পান অনেকে। তাকে প্রায়ই মিনি স্কার্ট এবং ক্রপটপের সঙ্গে লম্বা স্টিফেল পরতে দেখা যায়। তার বদৌলতে এই পোশাক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আরিয়ানা এই বয়সেই জয় করেছেন অসংখ্য পুরস্কার। শুধু সংগীতশিল্পী হিসেবেই নয়, মঞ্চে অভিনয় এবং টিভি অভিনয়ের জন্যও তিনি জয় করেছেন অনেক অ্যাওয়ার্ড। বিশ্বের সব প্রান্তেই আরিয়ানার ভক্ত মিলবে। আর তিনি জানেনও কীভাবে লাইমলাইটে থাকতে হয়। নিজের অ্যালবাম ‘মাই এভরিথিং-’এর প্রোমো ট্যুরে গিয়ে তিনি টোকিওর এক শপিংমলে নেচেছিলেন, যা তার জাপানি ভক্তদের হূদয় জয় করেছে। অন্যদের সঙ্গে পারফরম্যান্স, বিশেষ করে ছয়জন একসঙ্গে নাচার মতো বিষয়াদি বেশ পছন্দ করেন আরিয়ানা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads