• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বহুমাত্রিক জেনিফার লোপেজ

ছবি : সংগৃহীত

হলিউড

বহুমাত্রিক জেনিফার লোপেজ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০১৯

কোনো মাত্রায় তিনি সীমাবদ্ধ নন। তাকে বলা হয় বহুমাত্রিক। সর্বক্ষেত্রে তার অবাধ বিচরণ। ধারাবাহিকভাবে তিনি গায়িকা, নায়িকা, নৃত্যশিল্পী, প্রযোজক, টিভি চ্যানেলে রিয়েলিটি শোর বিচারক। এমনকি যুক্ত রয়েছেন বিভিন্ন ব্যবসা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে। যিনি এত মাধ্যমে সবসময় বিচরণ করেন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময় থাকবেন এটাই স্বাভাবিক। এ তারকা নিজেই একটি ব্র্যান্ড। বলছি জেনিফার লোপেজের কথা। মানুষের বয়স বাড়লে তার ধৈর্যশক্তি কমতে থাকে। আর এ ধারণাটাকেই মিথ্যা প্রমাণিত করেছেন লোপেজ। কদিন আগেই পঞ্চাশে পা দিলেন এই তারকা। কিন্তু বয়স পঞ্চাশ হলেও যেন বিন্দুমাত্র কমেনি তার শারীরিক সৌন্দর্যের ঝলকানি। তার শারীরিক সৌন্দর্য এখনো আগের মতোই আলো ছড়াচ্ছে সবখানে। পঞ্চাশে পা রেখেও অষ্টাদশী বালিকার মতোই উদ্যম তার চলাফেরা। সম্প্রতি চতুর্থবার বিয়ে করে আবারো নতুনভাবে ব্যক্তিজীবন শুরু করেছেন।

নতুন খবর হলো, এক বছর পর আবার নায়িকা হয়ে আসছেন এই গায়িকা। এ মাসেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘দ্য হুইসটিয়ারস অ্যাটস্কোরস’। হিপ-হপ কমেডিনির্ভর এ ছবিতে ভিন্নধারা একটি চরিত্রে অভিনয় করেছেন লোপেজ। এরই মধ্যে ছবিটির টিজার প্রকাশ পেয়েছে। ছবিটি মুক্তির আগে বেশ প্রচারণাও চালাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করছেন ছবিটির নানান রকম ছবি ও মন্তব্য। ছবিটি নিয়ে অনেক আশাবাদী কণ্ঠে লোপেজ বলেন, ‘অনেক ছবিতে অভিনয় করেছি। কিন্তু এ রকম গতানুগতিক ধারার বাইরের একটি চরিত্রে অভিনয় করে যে মজা পেয়েছি, তা অন্য কোনো ছবিতে পাইনি। আমার বিশ্বাস ভক্তরাও এমন চরিত্র দেখে মজা পাবে।’

এ ছাড়া আরো একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কলম্বিয়ার কুখ্যাত মাদকসম্রাজ্ঞী বস্ন্যাঙ্কোর জীবনী নিয়ে নির্মিত ‘দ্য গডমাদার’ শিরোনামের একটি ছবি। ছবিতে গডমাদারের ভূমিকায় দেখা যাবে তাকে। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করছেন তিনি। বস্ন্যাঙ্কোকে বলা হতো কোকেনের গডমাদার। দীর্ঘ চার দশকেরও বেশি সময় তিনি কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি, নিউইয়র্ক আর ক্যালিফোর্নিয়ার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। সত্তর ও আশির দশকে যুক্তরাষ্ট্রের মাদক বাণিজ্যে বিপ্লব ঘটান তিনি।

এমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে লোপেজ বলেন, ‘বস্ন্যাঙ্কোর জীবনের গল্প আমাকে অনেক কৌতূহলী করত। এমন রহস্যময় অন্ধকারাচ্ছন্ন জীবনকে বড়পর্দায় তুলে ধরার জন্য আমি মুখিয়ে আছি। এ ধরনের চরিত্রে অভিনয় করা যেকোনো অভিনয়শিল্পীর জীবনে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আশা করছি, দারুণ কিছু হবে।’

জেনিফার লোপেজের সর্বশেষ অভিনীত ছবি ‘সেকেন্ড অ্যাক্ট’ মুক্তি পায় গত বছর ডিসেম্বরে। সিনেমাতে তাকে একটি ভ্যালু শপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মায়া ভারগাসের ভূমিকায় দেখা গেছে।

সর্বগুণের অধিকারী হলেও জেনিফার লোপেজ নিজেকে একজন গায়িকা হিসেবেই পরিচয় দেন। কণ্ঠই তার মূল সম্পদ বলে মনে করেন তিনি। গানের মানুষ হয়েও অভিনয়ে বেশ সিরিয়াস জেনিফার লোপেজ হলিউড তারকা হিসেবে চমৎকার একটি অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অবশ্য এর পেছনে তার একান্ত প্রচেষ্টা সবচেয়ে বেশি কাজ দিয়েছে। হলিউডে জেনিফার লোপেজ প্রথমত একজন গায়িকা, যিনি অভিনয়ে এসে সাফল্য পেয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads