• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

হলিউড

৭৭তম গোল্ডেন গ্লোব বিজয়ী যারা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০২০

হলিউডের জনপ্রিয় পুরস্কারের তালিকায় অস্কারের পরেই ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে’র নাম। প্রতিবছরের শুরুতেই এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন টিভি ও সিনেমার হলিউডের তারকারা। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। রোববার (৫ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে হয়ে গেল গোল্ডেন গ্লোবের জমজমাট ৭৭তম আসর।

এবারের আসরে রাসেল ক্রো, ব্র্যাড পিটের মতো বড় তারকাদের হাতে পুরস্কার যেমন উঠেছে তেমনি পুরস্কার পেয়েছেন উঠতি তারকারাও। ওদিকে কান-এর পর গোল্ডেন গ্লোবেও বাজিমাত করল দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’। জয় করে নিয়েছে বিদেশি ভাষার সেরা ছবির পুরস্কার। সেই ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়শন পুরস্কারটির আয়োজন করে আসছে। এবারের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন কমেডিয়ান রিকি গারভাইস। এবার সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন জোয়াকিম ফিনিক্স ও সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন রেনে জেলওয়েগার।

বছরের প্রথম বড় এই পুরস্কারের আসরে কাদের হাতে উঠল এবারের গোল্ডেন গ্লোব, চলুন জানা যাক।

ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ১৯১৭। এই বিভাগেই সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন জোয়াকিম ফিনিক্স তার ‘জোকার’ ছবির জন্য। এই বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন রেনে জেলওয়েগার তার  ‘জুডি’ ছবিরে জন্য।

সেরা পরিচালক হয়েছেন স্যাম মেনডেস তা ‘১৯১৭’ ছবির জন্য।

মিউজিক্যাল/কমেডি বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’। এই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ট্যারন এগারটন তার ‘রকেটম্যান’ ছবির জন্য। একই বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন ওকওয়াফিনা তার ‘দ্য ফেয়ারওয়েল’ ছবির জন্য। সেরা পার্শ্বঅভিনেতা হয়েছেন ব্র্যাড পিট তার ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবির জন্য। সেরা পার্শ্বঅভিনেত্রী  হয়েছেন লরা ডার্ন তার ‘ম্যারেজ স্টোরি’ ছবির জন্য।

সেরা চিত্রনাট্যের জন্য সেরা হয়েছেন কোয়েন্টিন টারান্টিনো তার ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবির জন্য। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র নির্বাচিত হয়েছে  ‘প্যারাসাইট’ ছবিটি।

সেরা মৌলিক গান ‘রকেটম্যান’ ছবির আই অ্যাম গনা লাভ মি এগেইন। সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র নির্বাচিত হয়েছে  ‘মিসিং লিংক’ ছবিটি। ড্রামা বিভাগে সেরা টেলিভিশন সিরিজ হলো ‘সাকসেসন’। টেলিভিশন সিরিজে এই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ব্রায়ান কক্স তার সাকসেসন ছবির জন্য।

এই বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন অলিভিয়া কোলম্যান তার ‘দ্য ক্রাউন’ ছবির জন্য।

সেরা টেলিভিশন সিরিজ হলো ‘ফ্লিব্যাগ’। এই বিভাগে সেরা অভিনেতা হলেন র্যামি ইউসুফ। সেরা অভিনেত্রী ফিবি ওয়ালার-ব্রিজ তার ‘ফ্লিব্যাগ’ ছবির জন্য। সেরা টেলিভিশন লিমিটেড সিরিজ নির্বাচিত হয়েছে ‘চেরনোবিল’।

টেলিভিশন লিমিটেড সিরিজ সেরা অভিনেতা হলেন রাসেল ক্রু ‘দ্য লাউডেস্ট ভয়েস’ ছবির জন্য।

এই বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন মিশেলে উইলিয়ামস তার ফোস/ভেডনের জন্য। সেরা পার্শ্বঅভিনেতা স্টেলান স্কার্সগার্ড ‘চেরনোবিল’ ছবির জন্য। সেরা পার্শ্বঅভিনেত্রী প্যাট্রিশিয়া অ্যাকুয়েট তার ‘দ্য অ্যাক্ট’ ছবির জন্য।

আজীবন সম্মাননা পেয়েছেন অ্যালেন ডিজেনারেস। বিনোদন জগতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয় টম হ্যাঙ্কসকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads