• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

হলিউড

অস্কারে স্কারলেটের রেকর্ড

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০২০

ওকে/মাসুদ

 

অভিনেত্রী স্কারলেট জোহানসন। সাদামাটা, নরম-কোমল, ছোট ছোট চুলের অন্য রকম এক মুখশ্রী। কেউ বলেন আবেদনময়ী, কেউ বলেন, পাশের ঠিক সেই মেয়েটি আবার কেউ বা বলেন দামি অভিনেত্রী। বলা হচ্ছে, হলিউডের দ্যুতিময় অভিনেত্রী স্কারলেট জোহানসনের কথা।

এবারের অস্কার পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন ঢুকে পড়লেন এক বিরল তালিকায়। এক অস্কারে একই সঙ্গে দুটি বিভাগ-সেরা অভিনেত্রী এবং সেরা পার্শ্ব-অভিনেত্রীর জন্য মনোনয়ন পেলেন তিনি।

স্কারলেটের আগে মাত্র ১১ জন এই বিরল সম্মান পেয়েছেন। ১৯৩৯ সালে ফে বেইনটার, ১৯৪৩ সালে টেরেসা রাইট, ১৯৪৫ সালে ব্যারি ফিৎজেরাল্ড, ১৯৮৩ সালে জেসিকা ল্যাং, ১৯৮৯ সালে সিগারনি উইভার, ১৯৯৩ সালে আল পাচিনো, ১৯৯৪ সালে হোলি হান্টার, একই বছর এমা থম্পসন, ২০০৩ সালে জুলিয়ান মুর, ২০০৫ সালে জেমি ফক্স, ২০০৮ সালে কেট ব্ল্যানচেট এই সম্মান পেয়েছিলেন। এ বছর পেলেন স্কারলেট।

‘ম্যারেজ স্টোরি’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন এই হলিউড তারকা। পাশাপাশি ‘জোজো র্যাবিট’ ছবির জন্য পেয়েছেন সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন। তবে একই সঙ্গে দুটি বিভাগ থেকেই অস্কার এখন পর্যন্ত আগের ১১ জনের কেউই পাননি। তাই স্কারলেট যদি দুটি বিভাগেই অস্কার পান, তাহলে তিনি আরো এক বিরল সম্মান পেয়ে যাবেন। রোববার বসতে চলেছে এবারের অস্কারের আসর।

‘অ্যাভেঞ্জার’ সিরিজের মতো জনপ্রিয় বাণিজ্যিক ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার পাশাপাশি স্কারলেট নিয়মিত অন্য ধরনের ছবিতেও অভিনয় করে যাচ্ছেন। ‘ম্যারেজ স্টোরি’ ছবির জন্য তিনি ইতোমধ্যেই গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। যদিও সেই মঞ্চে পুরস্কার জিততে পারেননি অভিনেত্রী।

গত বছর বিশ্বের বাঘা বাঘা অভিনেত্রীকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো আবারো বিশ্বের সবচেয়ে দামি অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন।

গত বছরে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর বিশাল সাফল্যের সুবাদে স্কারলেটের উপার্জন হয়েছে ৫৬ মিলিয়ন ডলার। ডিজনির মার্ভেল স্টুডিওসের আগামী সিনেমা ‘ব্ল্যাক উইডো’ থেকেও মোটা অঙ্কের আয় নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।

২০১৮ সালে ফোর্বসের তালিকায় ৪০ মিলিয়ন ডলার আয় করে শীর্ষস্থানে ছিলেন স্কারলেট। আর ২৮ মিলিয়ন ডলার আয় করে দ্বিতীয় স্থানে অ্যাঞ্জেলিনা জোলি এবং ১৯ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় স্থানে ছিলেন জেনিফার অ্যানিস্টন।

এক জীবনে কত রকম বেশেই না পর্দায় হাজির হতে হয়েছে তাকে। অভিনেত্রী স্কারলেট জোহানসন সেই সৌভাগ্যবানদের একজন, যিনি এসব অনন্য কিছু চরিত্রে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন। নিজের অভিনয় দক্ষতা এবং রূপ-সৌন্দর্যের মাধুর্য দিয়ে ইতোমধ্যে জয় করে নিয়েছেন বিশ্বের কোটি কোটি দশর্ক হদয়। বিভিন্ন জরিপে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রী হিসেবে প্রায়ই ঘোষণা করা হয় তার নাম। যদিও আবেদনময়ী বিষয়টাকে মোটেও মানতে রাজি নন তিনি। বরং আবেদনময়ীর এই জরিপকেই অপছন্দ তার। আবার অনেক সময় নিজেকে নারী ভাবতেও আপত্তি করতে দেখা গেছে তাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads