• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

হলিউড

চলে গেলেন অ্যালান মেরিল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার মারা গেলেন জনপ্রিয় গান ‘আই লাভ রক অ্যান্ড রোল’-এর গীতিকার অ্যালান মেরিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন অ্যালান মেরিলের মেয়ে লরা মেরিল। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে লরা মেরিল লেখেন, আমি ঘুমানোর চেষ্টা করছি। কিন্তু পারছি না। করোনায় আক্রান্ত হয়ে আজ সকালে আমার বাবা মারা গেলেন। সবকিছু খালি খালি লাগছে।’

অ্যালান মেরিল ছিলেন গায়ক, গীতিকার, গিটারিস্ট, অভিনেতা ও মডেল। মার্কিন নাগরিক অ্যালান মেরিল ব্রিটিশ ব্যান্ড ‘দ্য অ্যারোস’ ব্যান্ডের গীতকার ও ভোকাল ছিলেন। ব্যান্ডটি ১৯৭৪ থেকে ১৯৭৭ এই চার বছর সক্রিয় ছিল। এই ব্যান্ডে থাকার সময়ই তিনি ও আরেকজন মিলে গানটি লেখেন।

‘আই লাভ রক অ্যান্ড রোল’ গান দিয়েই ‘দ্য অ্যারোস’ ব্যান্ডের আরেক ভোকাল জোয়ান জেট রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। অ্যালান আরো অনেক জনপ্রিয় গানের রচয়িতা। নিজেও গান গেয়ে ভালোই জনপ্রিয়তা অর্জন করেছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাশাপাশি জাপানেও তিনি বেশ জনপ্রিয়।

করোনা ভাইরাসে বাবাকে হারিয়ে লরা আরো লেখেন, ‘আপনাদের পরিবারের কারো কিছু হলে দয়া করে অবহেলা করবেন না। মানুষ ভয়ংকরভাবে মারা যাচ্ছে। যে কেউ করোনায় আক্রান্ত হতে পারে। সময়টা খুব খারাপ। আমরা সম্ভবত স্বাভাবিক নিয়মে শেষক্রিয়া সম্পন্ন করতে পারব না। আমিও দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকবো এবং খুবই সতর্ক থাকবো।’ 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads