• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মাইকেল জ্যাকসনের ভবিষ্যদ্বাণীতে ছিল করোনা!

সংগৃহীত ছবি

হলিউড

মাইকেল জ্যাকসনের ভবিষ্যদ্বাণীতে ছিল করোনা!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। অথচ এই ভাইরাসের কথা তিন দশক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং নিজেও সতর্ক ছিলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। বিশ্বে এমন একটি মহামারী ছড়াতে পারে বলে তিনি মাস্ক পরে থাকতেন।

এক সাক্ষাৎকারে মাইকেল জ্যাকসনের সাবেক দেহরক্ষী ম্যাট ফিডেস একথা জানিয়েছেন।

ম্যাট ফিডেস জানান, মাইকেল আগেই আন্দাজ করতে পেরেছিলেন করোনা ভাইরাসের মতো মহামারী ছড়াবে বিশ্বে। সে কারণেই নিজের মুখ মাস্ক দিয়ে সবসময় ঢেকে রাখতেন।

এই দেহরক্ষী আরও জানান, মাইকেল সবসময় বলতেন মানব জাতি যেকোনও সময় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একধরণের জীবাণুই গ্রাস করবে মানব সভ্যতা।

জানা গেছে, ফিডেল অনেক সময় মুখের মাস্ক খুলে ফেলতে বলতেন মাইকেলকে। তার সাথে ছবি তুলতে গেলে মাস্কের জন্য অস্বস্তি লাগত। তবুও মাইকেল কখনও তাতে রাজি হননি। তখন মাইকেল বলতেন, আমি অসুস্থ হয়ে আমার অনুরাগীদের মন খারাপ করতে চাই না।

জ্যাকসন বলতেন, তিনি একটি কারণে পৃথিবীতে আছেন। তাই তাকে সবসময় সুস্থ থাকতে হবে। আমার গলা আমি খারাপ হতে দিতে পারি না।

ফিডেল আরও জানান, এতদিন পর তিনি বুঝতে পারছেন কেন মাস্ক পরে থাকতেন জ্যাকসন। করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস পৃথিবীতে থাবা বসাতে পারে সেটা আগেই আঁচ করতে পেরেছিলেন তিনি। করোনার মতো মহামারী ভাইরাসের সংক্রমণ থেকে বেঁচে থাকতেই সব সময় মাস্ক পরে চলতেন মাইকেল জ্যাকসন।

 ভিডিওতে দেখুন

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads