• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
রক অ্যান্ড রোলের পথিকৃৎ লিটল রিচার্ড আর নেই

সংগৃহীত ছবি

হলিউড

রক অ্যান্ড রোলের পথিকৃৎ লিটল রিচার্ড আর নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ মে ২০২০

না ফেরার দেশে পারি দিয়ে চলে গেলেন যুক্তরাষ্ট্রের রক অ্যান্ড রোল ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিটল রিচার্ড। দীর্ঘদিন ধরে বোন ক্যান্সারে ভুগছিলেন ৮৭ বছর বয়সী এই শিল্পী। তাকে ভাবা হয় রক 'এন' রোলের পথিকৃৎ। 

শনিবার টেনেসির টালাহোমায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিটল রিচার্ড। প্রাণবন্ত গায়কী ও ফ্যাশনেবল পোশাকের জন্য ১৯৫০-র দশকে ভক্তদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ছিলেন একাধারে সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার।

১৯৫৮ সালে তার গাওয়া 'গুড গলি মিস মলি' গানটি স্থান পেয়েছিল টপ চার্টে। এছাড়া 'টুটি ফ্রুটি' ও 'লং টল স্যালি'সহ তার বেশ কয়েকটি গান ব্যাপক জনপ্রিয়তা পায় বিশ্বজুড়ে। তার গায়কীতে প্রভাবিত হয়েছে দ্য বিটলস ও এলভিস প্রিসলির মতো জনপ্রিয় গায়কেরা।

১৯৩২ সালে জর্জিয়ায় জন্মগ্রহণ করেন রিচার্ড। বিশ্বব্যাপী তার তিন কোটিরও বেশি রেকর্ড বিক্রি হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads