• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
করোনার কারণে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার শুটিং স্থগিত

সংগৃহীত ছবি

হলিউড

করোনার কারণে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার শুটিং স্থগিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০২০

‘দ্য ব্যাটম্যান’ সিনেমার এক প্রোডাকশন কর্মীর কোভিড-১৯ শনাক্ত হওয়ায় যুক্তরাজ্যে শুটিং স্থগিত করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওয়ার্নার ব্রাদার্সের এক মুখপাত্র বৃহস্পতিবার জানান যে করোনা আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে স্বাস্থ্যবিধি অনুযায়ী আইসোলেশনে রয়েছেন, খবর এপি।

ম্যাট রিভস পরিচালিত নতুন ব্যাটম্যান সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন রবার্ট প্যাটিসন। করোনাভাইরাস মহামারির কারণে প্রায় ছয় মাস সিনেমাটির শুটিং বন্ধ থাকার পর কয়েক দিন আগে তা পুনরায় শুরু করা হয়।

করোনা রোধে সুরক্ষা ও দূরত্ব বজায় রাখার মতো ব্যবস্থা জোরদার করে যুক্তরাজ্যে পুনরায় কাজ শুরু করা প্রথম দিকের বড় বাজেটের সিনেমাগুলোর একটি ‘দ্য ব্যাটম্যান’।

করোনার এ সময়ে বিশ্বব্যাপী আস্তে-ধীরে ও সাবধানতার সাথে কাজে ফিরতে শুরু করেছে হলিউড। বড় বাজেটের আরেক সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’ সম্প্রতি লন্ডনের বাইরের পাইনউড স্টুডিওতে পুনরায় শুটিং শুরু করেছে। ডিজনির ‘অ্যাভাটার’ সিনেমার কাজ হচ্ছে নিউজিল্যান্ডে। প্রতিটি দেশের করোনা প্রতিরোধে নিজস্ব সুরক্ষা ব্যবস্থা ও নীতিমালা রয়েছে।

গত আগস্ট মাসে দ্য নিউইয়র্ক টাইমস জানায় যে ইউনিভার্সালের ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর কয়েকজন কর্মীর করোনা ধরা পড়ে এবং তারা কোয়ারেন্টাইনে ছিলেন। তবে কেউ গুরুতর অসুস্থ হননি।

গত মার্চে ‘দ্য ব্যাটম্যান’-এর ওপরও করোনার থাবা পড়ে। লকডাউনের আগে এ সিনেমায় কাজ করা সংলাপের উচ্চারণ কোচ ও অভিনেতা অ্যান্ড্রো জ্যাক করোনাভাইরাসের সংস্পর্শে এসে মারা যান।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের জুনে সিনেমা হলে আসার কথা ছিল ‘দ্য ব্যাটম্যান’। পরে তা পিছিয়ে অক্টোবরে নেয়া হয়। সিনেমাটিতে অভিনয় করছেন জোই কারভিজ, কলিন ফ্যারেল, জ্যাফ্রি রাইট, অ্যান্ডি সার্কিস ও পল ডানো। 

সূত্র: ইউএনবি

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads