• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সেরা সোফিয়া ভারগারা

ছবি : সংগৃহীত

হলিউড

সেরা সোফিয়া ভারগারা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০২০

২০২০ সালে কলম্বিয়ান-আমেরিকান মডেল-অভিনেত্রী-প্রযোজক সোফিয়া ভারগারা বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নারী অভিনেত্রী হয়েছেন। এক বছরে তিনি আয় করেছেন ৪৩ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩৬০ কোটি টাকার বেশি।

সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস হাইয়েস্ট-পেইড নারী অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে। এ তালিকার শীর্ষে রয়েছেন সোফিয়া।

সোফিয়ার পর যথাক্রমে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি (৩৫.৫ মিলিয়ন মার্কিন ডলার), গ্যাল গ্যাডট (৩১ মিলিয়ন মার্কিন ডলার), মেলিসা ম্যাকার্থি (২৫ মিলিয়ন মার্কিন ডলার), মেরিল স্ট্রিপ (২৪ মিলিয়ন মার্কিন ডলার), এমিলি ব্লান্ট (২২.৫ মিলিয়ন মার্কিন ডলার), নিকোল কিডম্যান (২২ মিলিয়ন মার্কিন ডলার), এলেন পম্পেও (১৯ মিলিয়ন মার্কিন ডলার), এলিজাবেথ মস (১৬ মিলিয়ন মার্কিন ডলার) ও ভিয়োলা ডেভিস (১৫.৫ মিলিয়ন মার্কিন ডলার)।

গত বছর ফোর্বসের তালিকায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নারী অভিনেত্রী হয়েছিলেন স্কারলেট জোহানসন। তিনি আয় করেছিলেন ৫৬ মিলিয়ন মার্কিন ডলার। এ বছর সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ১০ নারী অভিনেত্রী সব মিলিয়ে আয় করেছেন ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

কলম্বিয়ার সৈকতে হেঁটে বেড়াচ্ছিলেন উচ্ছল প্রজাপতির মতো। সৌন্দর্যটা যেন এ গ্রহের নয়। চোখ আর সরাতেই পারলেন না জনৈক আলোকচিত্রী। অনুমতির তোয়াক্কা না করেই তুলতে থাকেন ছবি। ব্যস, পরদিন থেকে মডেল হয়ে গেলেন সোফিয়া! প্রথম দফাতেই মডেলিং ও টেলিভিশন বিজ্ঞাপনের কাজ জুটে গেল। তাও আবার পেপসির বিজ্ঞাপন! লাতিন আমেরিকাজুড়ে প্রচারিত হলো ওটা। সোফিয়া ভারগারাকে আর পায় কে!

বহু পথ পাড়ি দিয়ে সোফিয়া এখন খ্যাতির চূড়ায়। জেনে রাখা ভালো, ক্যালেন্ডারে বিকিনি-কন্যাদের মধ্যে এখনো রাজত্ব করছেন সোফিয়া।

এবার শোনা যাক পথের গল্প, ১৩ বছর ধরে যা পাড়ি দিচ্ছেন সোফিয়া। এর মধ্যে সবচেয়ে বেশি চেনা আর লম্বা পথের নাম ‘মডার্ন ফ্যামিলি’। ২০০৯ সাল থেকে দীর্ঘ ১১ বছর চলেছে সিরিয়ালটি। রেটিং যার ছিল আকাশছোঁয়া। অভাব ছিল না ভক্তের। নিয়মিত যারা দেখেছেন, তাদের কাছে সোফিয়া ওরফে গ্লোরিয়া তো রীতিমতো ‘কাছের মানুষ’।

টিভির সঙ্গে সোফিয়ার সম্পর্কটা পুরনো প্রেমিকের মতো। হুটহাট আবেগ উথলে ওঠে। দীর্ঘ সময় টিভির (এবিসি) সঙ্গেই চুক্তিবদ্ধ ছিলেন। ছয় বছর ধরে ‘মডার্ন ফ্যামিলি’র সবচেয়ে আকর্ষণীয় সদস্য হয়ে আছেন। মাঝে আবার সিনেমার কাজও করেছেন বেশ। ২০০৭ সালে আবার ফাঁকতালে ‘ডেসপারেট হাউসওয়াইভসে’র কলম্বিয়ান সংস্করণ ‘আমাস ডি কাসা ডেসপারাডাসে’ও অভিনয় করেন। সিনেমার শুরু ২০০২ সালে, ‘বিগ ট্রাবলে’। এরপর একে একে ‘চেজিং পাপি’, ‘দ্য টোয়েন্টিফোর্থ ডে’, ‘সোল প্লেইন’, ‘ফোর ব্রাদার্স’ ইত্যাদি। কণ্ঠ দিয়েছেন এনিমেশন ছবি ‘দ্য স্মার্ফস’ ও ‘হ্যাপি ফিট টু’-তে। এর মধ্যে হাইভোল্টেজ মুভি বলতে ওয়াইল্ড কার্ডই। জেসন ছাড়া নামিদামি কোনো নায়কের বিপরীতে আগে কাজ করা হয়নি।

ব্যক্তিজীবনের চ্যাপ্টারটা অনেক দিন বন্ধ হয়ে ছিল। ১৯৯২ সালে মাত্র ১৮ বছর বয়সে হাইস্কুল প্রেমিক জো গনজালেজের সঙ্গে বিয়ে। এক ছেলেসন্তানেরও জন্ম দেন ওই বছর। কিন্তু পরের বছরেই ছাড়াছাড়ি। এরপর দীর্ঘ সময় আর প্রেমের সম্পর্কে জড়াননি। ২০০০ সালে তো একবার যমে-মানুষে টানাটানি। থাইরয়েড ক্যানসার ধরা পড়ে। থাইরয়েড অপসারণ করে রেডিওআয়োডিন থেরাপি দিয়ে পুরোপুরি সেরেও ওঠেন। গত বছরের জুলাইতে সোফিয়াকে দেখা যায় ‘ট্রু ব্লাড’ তারকা জো ম্যাঙ্গানয়েলোর সঙ্গে ঘুরছেন ফিরছেন। ছয় মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেন তারা। সোফিয়া যে কেবল আবেদন আর ক্যালেন্ডারের সুইম শুট গার্ল, তা নয়; তিনি ব্যবসায়ীও। নিজস্ব ফ্যাশন লাইন আছে। সঙ্গে নিজের নামের সৌরভও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads