• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮

ভারত

ভারতে কলেজ শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অভিযোগ

  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০১৮

ভারতের কেরালা প্রদেশের আলাপ্পুঝার একটি কলেজে উত্তর ভারত থেকে আসা শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে। আলাপ্পুঝার কুট্টানাড়ের কোচিন ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের একদল শিক্ষার্থী এই অভিযোগ করেছেন।

তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে উত্তর ভারতীয় শিক্ষার্থীদের গরুর মাংস দেয়া হয়। এ ব্যাপারে ওই শিক্ষার্থীরা আলাপ্পুঝার জেলা শাসকের কাছে কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে শনিবার চিঠি দিয়েছে।

অভিযোগকারী এক শিক্ষার্থী জানান, এভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় অনেকেই ভেঙে পড়েছে। লজ্জায় তারা বাবা-মাকে সব ঘটনা জানাতে পারেননি।

জেলা প্রশাসকের কাছে লেখা চিঠিতে ওই তারা আরো অভিযোগ করেন, কোচিন ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যক্ষ তাদের সরস্বতি পুজা করতে বাধা দিয়েছিলেন। এ ঘটনায় ওই দিন কেরালায় ধর্মঘট ডাকা হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads