• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পশ্চিমবঙ্গে নারীদের আত্মরক্ষায় প্রশিক্ষণ

আত্মরক্ষার কৌশল

প্রতীকি

ভারত

পশ্চিমবঙ্গে নারীদের আত্মরক্ষায় প্রশিক্ষণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

পশ্চিমবঙ্গের নারীদের আত্মরক্ষায় প্রশিক্ষণ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। অনেক নারীই পথেঘাটে নানা রকম অবাঞ্ছিত ঘটনার সম্মুখীন হন। ভিড় বাসে-ট্রেনে-ট্রামের মধ্যে নারীদের শারীরিকভাবে হেনস্তা বা উত্ত্যক্ত করার সুযোগ খোঁজেন কেউ কেউ। রাস্তায় কেউ হেনস্তা করলে নারীরা কীভাবে আত্মরক্ষা করবেন, তারই প্রশিক্ষণ দেওয়া হবে। খবর আনন্দবাজার পত্রিকা।

এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তেজস্বিনী। ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত পাঁচ দিনের ওই কর্মশালা চলবে কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবে। সম্পূর্ণ বিনা খরচায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো হবে। কলকাতা পুলিশের এক কর্মকর্তা জানান, এই কর্মশালায় নারীদের আত্মরক্ষার প্রাথমিক ধাপ সম্পর্কে অবহিত করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads