• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ভারতীয়দের ৭১ শতাংশ মোদির পক্ষে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ইন্টারনেট

ভারত

ভারতীয়দের ৭১ শতাংশ মোদির পক্ষে!

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ মে ২০১৮

ভারতের ৭১ দশমিক ৯ শতাংশ লোক এখনো দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করেন। আগামী বছর অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনকে সামনে রেখে টাইমস গ্রুপ এ জরিপ চালিয়েছে। টাইমস গ্রুপের ৯টি অনলাইন গণমাধ্যম গত বুধ থেকে শুক্রবার পর্যন্ত ৯টি ভাষায় ওই সমীক্ষা চালায় বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

৭১ দশমিক ৯ শতাংশ ভোটার বলেছেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে তারা নরেন্দ্র মোদিকেই ভোট দেবেন। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে চার বছর পার করেছেন। টাইমস গ্রুপের ওই মেগা অনলাইন ভোটে ৮ লাখ ৪৪ হাজার ৬৪৬ জন ভোট দিয়েছেন। আর মোট ভোটারের ৭৩ দশমিক ৩ শতাংশ ভোটার বলছেন, ২০১৯-এ মোদি সরকারই ক্ষমতায় আসছে।

এদিকে ১৬ দশমিক ১২ শতাংশ ভোটার বলেছেন, তারা মোদি বা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পরিবর্তে অন্য কাউকে ভোট দেবেন। আর মাত্র ১১ দশমিক ৯৩ শতাংশ লোক রাহুলের প্রতি সমর্থন জানিয়েছেন। সেদিক থেকে দেখলে গতবারের ক্ষমতাসীন কংগ্রেসের জনপ্রিয়তা তৃতীয় অবস্থানে এসে ঠেকেছে।

মোদি সরকারের চার বছর কেমন ছিল, জরিপে এমন প্রশ্নের উত্তরে ‘খুব ভালো’ বলেছেন ৪৭ দশমিক ৪ শতাংশ লোক, ‘ভালো’ বলেছেন ২০ দশমিক ৬ শতাংশ, ‘গড়পড়তা’ ১১ দশমিক ৩৮ শতাংশ ও ‘খারাপ’ বলেছেন ২০ দশমিক ৫৫ শতাংশ লোক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads