• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
স্ত্রীকে বিয়ে বিচ্ছেদের অনুমতি দিল আদালত

রঙ কালো বলে ওই নারীকে সবসময় তার স্বামী অবজ্ঞা করত

ইন্টারনেট

ভারত

গায়ের রঙ নিয়ে বিদ্রূপ

স্ত্রীকে বিয়ে বিচ্ছেদের অনুমতি দিল আদালত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩১ মে ২০১৮

স্ত্রীর গায়ের রঙ নিয়ে প্রতিনিয়ত স্বামীর বাজে কথা ও আচরণে অতিষ্ঠ হয়ে আদালতের দ্বারস্থ হওয়া এক নারীকে বিয়ে বিচ্ছেদের অনুমতি দিয়েছেন বিচারক। এ ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

বিচারপতি এমএমএস বেদি ও বিচারপতি গুরবিন্দের সিং গিল সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই নারীকে বিয়ে বিচ্ছেদের অনুমতি দিয়েছেন। গায়ের রঙ কালো বলে ওই নারীকে সবসময় তার স্বামী অবজ্ঞা করত। তার স্বামী জনসম্মুখে তার গায়ের রঙ নিয়ে বিদ্রূপ করত। দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে তিনি আদালতের কাছে বিয়ে বিচ্ছেদের আবেদন করেন। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেন, (গায়ের রঙের কারণে) ওই নারীর সঙ্গে তার স্বামী নোংরা ব্যবহার করেছেন। শ্বশুরবাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর এটা ওই নারী প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তাই আদালত তার আবেদন গ্রহণ করেছেন।

ওই নারী এর আগে এ অভিযোগে হরিয়ানার মাহেন্দ্রগড়ের একটি পারিবারিক আদালতে বিয়ে বিচ্ছেদের আবেদন করেন। তবে পারিবারিক আদালত তার আবেদন নাকচ করে দেন। কিন্তু হাইকোর্ট পারিবারিক আদালতের রায় বাতিল করে তাকে বিয়ে বিচ্ছেদের অনুমতি দিয়েছেন। ওই নারীর আইনজীবী আদালতের শুনানিতে বলেন, তার স্বামী বিয়ের শুরু থেকেই তার সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। তিনি প্রায়ই তার গায়ের রঙ কালো বলে তাকে কালি, কালুটি বলে বিদ্রূপ করেন। ২০১২ সালে তাকে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads