• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
মোদিকে হত্যার পরিকল্পনা ফাঁস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ইন্টারনেট

ভারত

মোদিকে হত্যার পরিকল্পনা ফাঁস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৯ জুন ২০১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনা করেছিল দেশটির সশস্ত্র মাওবাদী গেরিলাদের একটি অংশ। সম্প্রতি সন্দেহভাজন এক মাওবাদীর কাছ থেকে উদ্ধার হওয়া এক চিঠি মারফত এই পরিকল্পনার কথা জানা গেছে। গত বৃহস্পতিবার আদালতের কাছে ওই পরিকল্পনার কথা পুনে পুলিশ কর্তৃপক্ষ প্রকাশ করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

গত বুধবার নিষিদ্ধ ঘোষিত সিপিআই-মাওবাদী দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে দলিত অধিকারকর্মী সুধীর ধাওয়ালে, আইনজীবী সুরেন্দ্র গাদলিং, অধিকারকর্মী মহেষ রাউত, সোমা সেন এবং রোনা উইলসন। পুনে পুলিশ কর্তৃপক্ষ গ্রেফতারকৃতদের শহরে অবস্থানরত মাওবাদীদের শীর্ষস্থানীয় নেতা বলে অভিহিত করেছে। গত জানুয়ারিতে ভীমা-কোরেগাও সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। দিল্লির অধিকারকর্মী রোনা উইলসনের কাছ থেকে ওই চিঠি উদ্ধার করা হয়।

চিঠিতে এম-ফোর রাইফেল এবং চার লাখ রাউন্ড গুলি কেনার জন্য আট কোটি রুপি দরকার এবং রাজীব গান্ধীর হত্যা স্টাইলে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা হয়। পাবলিক প্রসিকিউটর উজ্জ্বলা পাওয়ার আদালতে বলেন, ‘রাজীব গান্ধী হত্যা স্টাইলে আরো একটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে। এটা হয়তো আত্মঘাতী কোনো হামলা হতে পারে এবং আমরা ব্যর্থ হতে পারি এমন সম্ভাবনা রয়েছে। পার্টিকে আমাদের প্রস্তাব পাঠানো হয়েছে।’ তবে বিজেপি নেতা নলিন কোহলি বলেন, ‘এটা খুবই জরুরি ব্যাপার। সবাই জানে নক্সালিস্টরা চাপের মধ্যে আছে। এটা ভয়ানক এবং বিপজ্জনক। মূলধারার পার্টিগুলোর মধ্যে তাদের অনেক কর্মী কাজ করছে।’

চিঠির এক অংশে বলা হয়, ‘বিহার এবং পশ্চিমবাংলায় বিশাল পরাজয় সত্ত্বেও মোদি ১৫টি রাজ্যে সরকার গঠন করতে পেরেছে। এই ধারা চলতে থাকলে পার্টির সকল ফ্রন্ট হুমকির মুখে পড়বে। কর্নেল কিসান এবং কিছু শীর্ষস্থানীয় কমরেড মোদি যুগের অবসানে নির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব দিয়েছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads