• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মুম্বাইয়ে নির্মাণাধীন ভবনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

মুম্বাইয়ের আবাসিক এলাকায় নিমার্ণাধীন ভবনে বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে

ছবি : এনডি টিভি

ভারত

মুম্বাইয়ে নির্মাণাধীন ভবনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ জুন ২০১৮

মুম্বাইয়ের জনবহুল এলাকায় ভেঙে পড়ল চার্টার্ড বিমান। বৃহস্পতিবার দুপুরে মুম্বাই বিমানবন্দর থেকে সামান্য দূরে একটি নির্মাণাধীন ভবনে ১২ আসনের ওই বিমানটি বিধ্বস্ত হয়।

অবতরণের কিছুক্ষণ আগে বারো সিটের এই বিমানটি নির্মাণাধীন একটি ভবনে আছড়ে পড়ায় তাতে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিমানটির আগুন নেভানো হয়।

দেশটির গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় দুই পাইলট, দুই ব্যবস্থাপনা প্রকৌশলী এবং একজন সাধারণ মানুষ নিহত হয়েছে।

জানা যায়, ২০১৪ সালে বিমানটি মুম্বইয়ের ইউ ওয়াই অ্যাভিয়েশন নামের একটি সংস্থার কাছে উত্তরপ্রদেশ সরকার বিক্রি করেছিল।

দেশটির সিভিল এভিয়েশনের মহাপরিচালক জানিয়েছেন, জুহু বিমানবন্দর থেকে বিমানটি পরীক্ষার জন্য উড্ডয়ন করেছিল। তবে কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads