• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কলকাতায় ট্যুরিজম ও ট্র্যাভেল ফেয়ারের উদ্বোধন

দ্বীপ প্রজ্জালনের মধ্যো দিয়ে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়

সংগৃহীত ছবি

ভারত

কলকাতায় ট্যুরিজম ও ট্র্যাভেল ফেয়ারের উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ জুলাই ২০১৮

এস,এম,এইচ,রহমান

নেতাজী ইনডোর স্টেডিয়ামে তিন দিন ব্যাপি আন্তর্জাতিক ট্যুরিজম ও ট্র্যাভেল ফেয়ার ২০১৮ এর উদ্বোধন হয়েছে। শুক্রবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ,কে এম, শাহ্‌জাহান কামাল মন্ত্রী। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমের আইএসপ্রিন্সিপাল সেক্রেটারি আত্রি ভট্টাচার্য, কলকাতায় নিযুক্ত ডেপুটি থাই কনস্যুল ভেনাস আসওপোম, গোয়া ট্যুরিজমের ডিরেক্টর জেনারেল মেনিনো ডি'সুজা এবং বিহারের পর্যটন মন্ত্রী প্রোমদ কুমার। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ডেপুটি কমিশনার জনাব তোফিক হাসান, ফার্স্ট কনস্যুল বি,এম জামাল হোসেন, ফার্স্ট প্রেস কনস্যুল ড. মোফাককারুল ইকবাল এবং ডেপুটি কমিশনের কর্মকর্তারা।

বাংলাদেশ প্যাভিলিয়ন ছাড়াও থাইল্যান্ড,গোয়া,পশ্চিমবঙ্গসহ প্রায় পনেরটি প্যাভিলিয়ন এই মেলায় অংশগ্রহন করে।  বাংলাদেশ প্যাভিলিয়নে পর্যটন কর্পোরেশনসহ ছয়টি পর্যটন কোম্পানি প্যাভিলিয়নে স্থান পায়।

দ্বীপ প্রজ্জালনের মধ্যে দিয়ে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। মাননীয় মন্ত্রী বাংলাদেশের পর্যটন খাত নিয়ে কথা বলেন এবং  আজিয়ার লিমিটেড এর মার্কেটিং অফিসার কামরুল হাসান বলেন এই মেলাতে বিভিন্ন সুযোগ থাকবে ভ্রমণ পিয়াসুদের জন্য এবং তাদের বিভিন্ন স্কীম সু্যোগ সুবিধার কথাও বলেন তিনি। এতে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি বিস্তার লাভ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের কিছু পর্যটন স্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শিত হয়।অন্যান্য দেশের কুটনীতিকরা বাংলাদেশের প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads